আমাদের কথা খুঁজে নিন

   

বাকৃবির সুনাম দেশ ছাড়িয়ে বিদেশে

তেমন কিছু বলার নেই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদ কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ভাবিত মাছ চাষের উন্নত প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান লাভের উদ্দেশ্যে নেপালের একটি প্রশিণার্থী দল গতকাল শনিবার বাকৃবিতে এসে পৌছেছে । ১৬ সদস্যের ওই দলের নেতৃত্বে আছেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের শিক ড. সুনিতা রায় । জানা যায়, বাকৃবিতে উদ্ভাবিত মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি বর্তমানে বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে । এরই ধারাবাহিকতায় নেপালের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের ল্েয ডেনমার্ক ভিত্তিক উন্নয়ন সংস্থা ড্যানিডা ও বাকৃবির যৌথ উদ্যোগে নেপালের কৃষি ও প্রাণীবিজ্ঞান ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩ জন শিক্ষক, ৪ জন কর্মকর্তা, নয়জন মহিলা কৃষকসহ মোট ১৬ জন প্রশিণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থী দল বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গবেষণা মাঠসহ বিভিন্ন গবেষণাগারে সমন্বিত মৎস্য চাষ সম্পর্কিত প্রশিক্ষণ গ্রহন করবেন । এ বিষয়ে বাকৃবির মাৎষ্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল ওহাব বলেন, “মৎস্য গবেষণায় আমাদের দেশ অনেক এগিয়ে গেছে। আমাদের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ বিশ্বে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এবং তা বিভিন্ন দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।