আমাদের কথা খুঁজে নিন

   

নিঃসঙ্গ একটুকরো আকাশ

নিঃসঙ্গ একটুকরো আকাশ আমার চোখের সামনে । যার বুকে কোন তারা নেই অমাবশ্যাগ্রস্ত যার চাঁদ কোন মেঘখন্ডও উঁকি দেয় না তার আঙিনায় । সে আকাশ একদিন ঝলমল করত প্রতিফলিত হত নদীর স্বচ্ছ জলে । আজ তাও বন্ধ, সূর্য তাকে আলোকিত করে না বলে । নিঃসঙ্গ একটুকরো আকাশ আমার চোখের সামনে ।

যার বুক জুড়ে কোন পাখি উড়ে যায় না কোন বালক হতে নাটাই ধরে তার কাছে পাঠায় না কোন রঙিন ঘুড়ি । কত ঝড় হয়, বাতাস বয় তার শরীর ঘেঁসে তবু সে আকাশকে সামান্য শীতল করে না । নিঃসঙ্গ একটুকরো আকাশ আমার চোখের সামনে । যার বুকে কোন নীল নেই ধূসর-পাংশু রঙে আঁকা তার উঠোন । তার শরীর বেয়ে উড়ে চলে না কোন হাওয়াই জাহাজ ।

এমনই নিঃসঙ্গ একটুকরো আকাশ আমার চোখের সামনে আমি যার বুকের শূণ্যতা বুঝি আর মনের অজান্তেই হয়ে যাই নিঃসঙ্গ; টুকরো; এক আকাশ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।