আমাদের কথা খুঁজে নিন

   

তোমাদের দোষ হচ্ছে তোমরা মুসলিম। আর আমরা সুশীল, আমরা মুসলিমদের অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করি।

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। এই কথা গুলো বললাম কারন গত কয়েকদিনের বিশ্বমানবতাবাদিদের ও ব্লগের কতিপয় সুশীল সেক্যুলারিস্টদের কর্মকান্ড দেখে আমার তাই মনে হয়েছে। ব্লগার ভাইয়েরা বিশ্বাস করেন......... সুশিল ও সেক্যুলারিস্ট ধ্বজ্জাধারীরা মুসলিমদের অন্তরের অন্তস্থল থেকে ঘৃণা করে, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। তারা মুসলিমদের কে মানুষ হিসেবে মনে করেনা। প্রথমে আসা যাক সামুর কথা।

প্রজন্ম৮৬ ভাইয়ের একটা পোস্টে তিনি অনুরোধ করেছেন মিয়ানমারের অত্যাচারিত পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য। এটা বাংলাদেশের করা উচিৎ কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু দেখতে পেলাম তথাকথিত সুশীল ধ্বজ্জাধারীরা গোখরা সাপের মত ফোঁস করে উঠল। এক্কেবারে যাবতীয় দেশপ্রেম তাদের মনের মধ্যে উত্থলে উঠল। তারা রোহিঙ্গাদের প্রতি ন্যুনতম সহানুভূতি দেখালো না। মায়ানমারে নারী, শিশু, বৃদ্ধদের নৃশংশভাবে হত্যা করা হচ্ছে, কিন্তু আমাদের সুশিল সমাজের সুশীল ব্যাক্তিরা একদম চুপ।

কিন্তু কেন তারা চুপ? যেখানে অন্য সময় মানবাধিকারের জন্য খদ্দরের চাদর পড়ে, গায়ে সাদা পাঞ্জাবী পড়ে রাস্তায় নেমে যায়, তারা আজ চুপ!! সুশিলরা চুপ কারন যারা অত্যাচারিত হচ্ছে তারা মুসলিম। তাদের রক্ত মাখা মৃতদেহ দেখে উনাদের বুক কেপে ওঠে না, কেননা ওই রক্তমাখা দেহগুলোর কেউ হিজাব পড়া আছে, কেউ টুপি পড়া। প্রজন্ম ভাই সহ অনেকে রোহিঙ্গাদের আশ্রয় দেবার কথা বলেছেন। তারা গভীর আবেগ দিয়েই কথা গুলো বলেছেন। অনেকে এই ব্যাপারে স্বিমত পোষন করেছেন।

কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, ব্লগের তথাকথিত সুশিল টাইপ ব্লগারের আস্ফালন দেখে। তাদের দেশপ্রেমের উচ্ছাস দেখে মনে হচ্ছে তাদের চেয়ে বড় দেশপ্রেমিক এই দেশে নাই। তারা সীমান্ত রক্ষা ও রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের সমস্যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। সীমান্ত রক্ষার জন্য তাদের উতকন্ঠাও চোখে পড়ার মত। এমন কি যারা রোহিঙ্গাদের আশ্রয় দিতে বলেছেন তাদের একেবারে ছাগু ট্যাগ দিয়ে দিচ্ছেন।

ওইসব অত্যাচারিত মানুষদের নিয়ে কটাক্ষ করছেন!! আমি তাদের প্রশ্ন করতে চাই, ভারত যখন নদীতে বাঁধ দিয়ে এইদেশের নদী সুকিয়ে ফেলতে চায়, যখন তারা সীমান্তে গুলি করে মানুষ মারে তখন আপনাদের এমন আস্ফালন কোথায় ছিল? যখন ছিট মহল হস্তান্তরের নামে বাংলাদেশের বহু একর জমি ভারতের কাছে হস্তান্তর করা হয় তখন কোথায় ছিলেন। আপনারা সবসময় সংখ্যালঘুদের অধিকার নিয়ে চিন্তিত, কত জ্বালাময়ী কথা লিখতে দেখা যায়, কিন্তু আজ আপনারা চুপ কেন? কেন রোহিঙ্গাদের উপর অত্যাচার নিয়ে কোন কলাম লিখছে না?? আপনারা তাহলে স্পষ্ট করে বলেন “মুসলিমদেরকে আমরা ঘৃণা করি”!! আরেকটা কথা, নিজ দেশের নিরাপত্তা নিয়ে আপনারা কোন বক্তৃতা দেবেন না প্লিজ। আপনারা কিন্তু এতদিন বাংলাদেশের নিরাপত্তা, সীমান্ত হত্যা নিয়ে এরকম চিন্তা করতে দেখা যায়নি। স্বাধীন বঙ্গভূমি তৎপড়তার বিরুদ্ধে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে, আপনাদের তো তেমন কিছু বলতে শোনা যায় নি!! কিন্তু আপনারা এখন রোহিঙ্গাদের নিয়ে কলাম লিখছেন?? আপনাদের মুখে আর যাই হোক, বাংলাদেশের নিরাপত্তার কথা শোভা পায় না। এটা পরিস্কার যে তথাকথিত সুশীল, সেক্যুলারিস্টরা একদম ১০০% খাঁটি ভন্ড।

তাদের লেঞ্জা অলরেডি বের হয়ে গেছে। আসলে তারা এতদিন মানবতার বুলি আওড়িয়ে বেশ টু পাইস কামাই করেছে। থুতু মারি ঐসব ভন্ডদের মুখে!! লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রোহিঙ্গা, সুশিল, ভন্ড সুশিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.