আমাদের কথা খুঁজে নিন

   

ভিকারুননিসা তোমাদের আজকের এই আচরণ আমাদের গর্বিত করেছে..তোমাদের স্যালুট..

উল্লাসহীন শিক্ষার্থী ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম 'অনেক কষ্ট হচ্ছে। আমাদেরই একজন বোন নির্যাতিত হয়ে আদালতে বিচারের অপেক্ষায় রয়েছে। শিক্ষক নামধারী পরিমল জয়ধরের এখনো বিচার হয়নি। কোনো বোনকে অসহায় রেখে স্কুলে আনন্দ-উৎসব হতে পারে না। আমরা নির্যাতিত এ বোনের পাশে দাঁড়িয়েছি।

কোনো উল্লাস করছি না, এটাই আমাদের নীরব প্রতিবাদ। ' আর এভাবেই স্কুলের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পিংকি সানোয়ার তার অনুভূতি প্রকাশ করেছেন একটি অনলাইন বার্তা সংস্থার সাথে। অন্যদিকে উত্তীর্ণ শিক্ষার্থী সুরাইয়া ইমতিয়াজ আরেকটি অনলাইন মিডিয়াকে জানায় ‘প্রযুক্তির কল্যাণে ফল তো আগেই জানি। ঘরে বসেও জানতে পারতাম। কলেজের শুরু থেকে এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করি।

সব বন্ধুরা একত্রিত হয়েছি। কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটে যাওয়ায় মন থেকেই আর কোনো আনন্দ করতে পারছি না। অতি উৎসাহী সাংবাদিক ভাইদের কারণে কেউ কেউ হয়তো চিৎকার চেঁচামেচি করেছি। কিন্তু মন থেকে আনন্দ করতে পারিনি। আমাদের এক বোনের ক্ষেত্রে যা হয়েছে, তা হয়তো আমাদের বেলায়ও হতে পারতো।

’ সিনিয়র শিক্ষক আয়শা খানম বলেন, ‘আমাদের মেয়েরা সব সময় কেক কেটে, ব্যান্ড বাজিয়ে নেচে গেয়ে আনন্দ করার মাধ্যমে ফলাফল উদযাপন করে। কিন্তু এবার অবস্থা ভিন্ন। আমাদের কোনো মেয়ে তাদের বোনকে অসহায় অবস্থায় রেখে আনন্দ করবে না। ’ মেয়ের ফলাফল জানতে আসা অভিভাবক অ্যাড. তাজুল ইসলাম মজুমদার বলেন, ‘পদত্যাগ নাটক বাদ দিয়ে সরকারের উচিৎ নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য বিশেষ আইনে দ্রুত বিচার করে পরিমল ও তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, ‘এবার আমরা আনন্দ করবো না।

আমাদের আনন্দ তোলা থাক সেই দিনের জন্য, যেদিন পরিমলদের বিচার হবে। ’ এইচএসসি পরীক্ষার ফলাফলে আজ সারাদেশ যখন আনন্দ-উৎসবে মেতে উঠেছিল ঠিক সে সময় এইচএসসি ঢাকা বোর্ডে দ্বিতীয় এবং সারাদেশে চতুর্থ স্থান লাভ করেও আনন্দ উৎসবহীন ছিল ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফল উদযাপন মানে ব্যান্ডের তালে তালে হাসি-হুল্লোর আর আনন্দ উচ্ছ্বাস। সেই সঙ্গে উন্মুক্ত মাঠের সবুজ ঘাসে হাসি-কান্নায় লুটোপুটি খাওয়া। হোক তা জেএসসি, এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফল।

বুধবারও মাঠে অভিভাবক-ছাত্রীদের পদচারণা ছিল, তবে ছিল না শুধু স্বতঃস্ফুর্ত আনন্দের প্রকাশ। অভিনন্দন তোমাদের স্মরণীয় সাফল্যের জন্য আর স্যালুট তোমাদের অসামান্য চেতনার জন্য। বাংলানিউজ২৪ এবং শীর্ষনিউজ এর সাহায্য লেখা ছবি- বাংলানিউজ২৪  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.