আমাদের কথা খুঁজে নিন

   

একটি দুষ্টু ছেলে, আমাদের অর্থমন্ত্রী আর মাত্র দুটি কথা..........

এক পোংটা পোলা গেছে এক জ্যোতিষীর কাছে হাত দেখাতে - জ্যোতিষীঃ আপনার নাম? ছেলেঃ মুহিত হোসেন জ্যোতিষীঃ সমস্যা? ছেলেঃ জীবনে কোন উন্নতি নাই, কোন মেয়ের ভালোবাসা নাই, চাকরি বাকরি নাই, শেয়ার মার্কেটের উন্নতি নাই, মাননীয় অর্থমন্ত্রীর মুখে লাগাম নাই, বিরোধীদলের শরম নাই। খালি সমস্যা আর সমস্যা...... জ্যোতিষীঃ দেখি, আপনার হাতটা একটু আগায়ে দেন। অনেকক্ষণ দেখাদেখি গুতাগুতি হাজারটা প্রশ্ন করার পর, জ্যোতিষীঃ হমমমমম... আপনার আসল সমস্যা হোল আপনার নামটা নিয়ে। আপনার নামটাতো আমাদের বিখ্যাত অর্থমন্ত্রী সাহেবের সাথে মিলে গেছে। সমস্যাতো এখানেই।

নাম এক হলেই তো আর ওনার মতো সফল (!!!!) হওয়া যায় না। তাহলেতো সবাই নিজের নাম নিউটন, আইনস্টাইন, মাহফুজুর রহমান ( ) রাখতেন। ছেলেঃ তো এখন উপায়? জ্যোতিষীঃ নামটা ছোট করে ফেলেন। ছেলেঃ ''মুহি''। চলবে? জ্যোতিষীঃ উঁহু।

আরেকটু ছোট করতে হবে। ছেলেঃ তাহলে কি ''মু'' রাখব। জ্যোতিষীঃ না, আরেকটু বড় করেন। ছেলেঃ ''মুত''!!! জ্যোতিষীঃ ছিঃ! ছিঃ! ছিঃ! ছিঃ! ছিঃ! এইটা কি বললেন। এইসব কি ধরনের দুষ্টুমি।

ছেলেঃ না, আপনি যেভাবে বললেন এর বাহিরে আমার মাথায় আর কিছু আসলোনা। তাও ভাল, ভাগ্যিস আপনি নামটা আরেকটু ছোট করে তারপর বড় করতে বলেননি!!! জ্যোতিষীঃ কেন? তাহলে কি হত। ছেলেঃ না, তেমন কিছু হত না আরকি। আরেকটু ছোট করলে জিনিষটা হত ''ম'', তারপর বড় করতে বললে সেটা আবার ''মাল'' হয়ে যেত আরকি!! তখনতো ঘুরে ফিরে আবার সেই সফল মাননীয় অর্থমন্ত্রী সাহেবের নামের সাথেই মিলে যেত আর ইহ জীবনে আমার আর সফল হওয়া হত না!!!! জ্যোতিষীঃ নাহ। দেশটা দেখি দুষ্টুমি'তে ভরে গেছে।

মাননীয় অর্থমন্ত্রী সাহেবের কাছে এখনি কমপ্লেইন জানাতে হবে তিনি কেন এইসব ''দুষ্টু'' ছেলেপেলেদের নিয়ে কোন কথা বলছেন না!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.