আমাদের কথা খুঁজে নিন

   

নিজেরে এহন অপরাধী অপরাধী লাগতেছে...............

পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি মিয়ানমারের মুসলিমদের খুন, এরকম কয়েকটা পোষ্ট পড়লাম গতকাল। মেজাজ টা এমনিতেই বিলা হইয়া ছিল। আমার একটা মিয়ানমারের বন্ধু আছে, নাম পিয়োমা। ব্লগ পড়তাছিলাম আর ভাবলাম ওরে ধইয়া থাপরাই। নুতন একটা মুভি দেখে শেষ করলাম।

এক বন্ধু কল দিয়া বলল, ওর রুমে যাইতে। জিগাইলাম কেন? ও বলল ওরা ড্রিংকস করতেছে। একটু পরে গেলাম ওর রুমে। গিয়া দেখি চখাম অবস্থা। অবশ্য যখন ফোন দিসিল, তখনই বুঝছি সামথিং রং।

সারা ঘর ভর্তি খালি বিয়ারের বোতল। একজন কইল পিয়োমা তো বমি কইরা দিছে, তারপরে চইলা গেছে। ওদের সাথে কিছুক্ষন থাইকা বললাম একটা টান দিয়া আসি। আমার সাথে জিনিশ না থাকলে ঐ মিয়ানমারের পোলার কাছে যাই, ঐ আবার বিশেষ খোর। রাত বারোটার মত, দরজায় নক করতাছি, দরজা খুলেনা।

আবার নক করি, পিয়োমা..পিয়োমা...। একটু পরে দেখি দরজা খুলল। ও দেখি ঘরে হাপুর কাটতাছে। এমন মাতাল হইছে, আর কোনো হুস নাই। আমি ওরে ধইরা বসাইলাম।

মনে মনে কই মামু এইডাই সুযোগ তরে থাপরানোর। এইবার কানের নিচে আস্তে একটা দিয়া টেষ্ট করলাম, কইলাম পিয়োমা, ইউ আর নট আ গুড ড্রাংকার। ও কয়, নো, আই এম। কই তাইলে বমি কইরা ভাসাইসস কেন? অন্য হাত দিয়া আরেকটা লাগাইলাম, কই মুসলমান গুলা কি দোষ করছে তগো দেশে, এমনে মারতাছোস কেন? কথা কই আর থাপ্পর। মনে মনে শান্তি পাইতাছিলাম।

দেন কইলাম মামা সিগারেট ধরাও। ও সিগারেটে টান দিয়া কয়, ডন্ট ওরি, হোয়েন আই উইল গো ব্যাক, আই উইল কিল দোজ মা.........। আমি কই এই তো লাইনে আইসস। গুড। এহন ঘুমা, কাইল দেখা হইব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.