আমাদের কথা খুঁজে নিন

   

নিজেরে পাল্টাইতে পারলেই কথা কমু

ধরায়ে দেবানি...

ডেস্টিনি গুরুপ আর এ টি এন বাংলা মিল্লা ঝিল্লা নাকি ইন্ডিয়ান তারকাগো আমাগো দেশে আনসে। জাত গেলো জাত গেলো রবে মুখরিত ময়দান। একদল কয় আমাগো শিক্ষা সংষ্কৃতি সব গেলো , আরেক দল কয় না এখুনো যায় নাই। কিছু আছে। আমি অবশ্য এই কনসার্ট্টা বইসা বইসা দেখতাসি আর মজা লইতাসি।

সাধারণ মানুষ আমি, অত জ্ঞ্যান-বিদ্যা আমার নাই। অনুষ্ঠান্টা এই মুহূর্তে যতদূর দেখলাম ততদূর দেইখা আমার মনে হইলো না এই অনুষ্ঠান দেইখা ইন্ডিয়ান কোনো আটির্স্ট দের ধইরা ধইরা গাইল্লানির কাম। আমার এইডাও মনে হইলোনা যে এই প্রোগ্রাম করনের লাইগা এ টি এন বাংলার ডক্টর মাহফুজ আঙ্কল রে লয়াও পাছড়া পাছড়ি করনের দরকার আছে। যদি সত্যিই আজকে জাত যাইয়াই থাকে, যদি আজকে সত্যিই অপমানিত হওনের দরকার বা কারন থাকে তবে এই লজ্জা হওনের দরকার আমার, আপ্নের আর সব দর্শকদের যারা সালমান আর ক্যাটরিনারে দেখনের লাইগা সুবে সাদিকের আগের থন লাইন দিসে কনসার্ট বরাবর। আমরা হুদাই আসলে মাইনষেরে গাইল্লাই।

হুদাই। সালমানের কি দোষ আর ক্যাটরিনারই বা কি দোষ? আপ্নারাই বলেন?? আজকা ওদের টেকা দিসে, তাই বাংলাদেশে আইসে। কালকে ভিয়েতনামে টাকা দিলে ওরা যাইবো ভিয়েতনামে। কিল্লাইগা যাইবো আর কিল্লাইগাই ভিয়েতনাম ওগোরে টাকা দিয়া লইয়া যাইব? কারন, পাবলি হেগো হোগা নাচানি, পাছা নাচানি দেখতে চায়। যেই দেশের পাবলিক নিজের দেশের মাল ফালাইয়া অন্যের মাল দেখতে চায়, যেই দেশের ছাগল জনগণ নিজের হোগায় বাঁশ দিয়া অন্যের মুখে ফুল চন্দন ফালায়, তাইলে সেইসব বলদামির লাইগা আপ্নে সালমান, ক্যাটরিনা আর অক্ষয়রে দোষাইবেন?? হায়রে জাতি.........আমরা দেশের রাজনীতি নিয়াও হাসিনা আর খালেদারে গাইল্লাই।

আর ভোট দেওনের সময় আমরা এই বাটপার জনগণই লাইনে খাড়ায়া ভোটাই। হা হা হা হা হা হা হা হা হা---শালার.। এর থেইকা তো কুত্তাও আর ভালো। এটলিস্ট একটা নীতি আছে হেগো। যেদিন মানুষের মত মানুষ হমু, যেদিন নিজেরে পাল্টাইতে পারমু, ওইদিন বুক ফুলাইয়া দুই একটা কথা কইয়া যামু।

আজকে সেই ক্ষমতা নাই। না কওনের না লেখনের----

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.