আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গা প্রসঙ্গ

স্কুল পলাতক ছেলে...এখন ভার্সিটি পলাতক ছেলে হবার অপেক্ষায়... রোহিঙ্গাদের অবস্থা দেখে আর আমাদের অবস্থান দেখে রবীন্দ্রনাথের কবিতা টা মনে পরল...... "কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে , ভাই বলে ডাক যদি,গলা দিব টিপে । হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা । কেরোসিন শিখা বলে এসো মোর দাদা । " আরে কুত্তার দল ৭১ এ তো ঠিক ই ভারতের ... এ তেল মালিশ করছস আশ্রয় এর জন্য । এখন আরেকদল মানুষ বিপদে পরসে তাগরে সাহায্য কর ।

নিজের বেলায় ঠিক ই বুঝস অন্যের বেলায় বুঝস না কেন ? আর কতদিন কুত্তা থাকবি ? মানুষ হ । :/ অন্য দেশের মানুষ হইলে তো ঠিক ই জায়গা দিতি আবার বাপ কইয়া ফাল ও পারতি । তার মানে এই না যে আমি অন্য দেশের মানুষরে জায়গা দেয়ার বিরোধী । সবাইরে এক পাল্লায় মাপ্তে শিখ । মানুষরে মানুষ ভাবতে শিখ ।

:/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.