আমাদের কথা খুঁজে নিন

   

মিয়ানমারে ‘৩০ রোহিঙ্গা খুন’

ঘটনাস্থল পরিদর্শনের পর দুজন আন্তর্জাতিক ত্রাণ কর্মকর্তা এসব কথা জানিয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।

মানবাধিকার সংস্থা ‘ফোর্টি রাইটস’র ওই দুই কর্মকর্তাকে রাখাইন রাজ্যের দাঙ্গা কবলিত এলাকা পরিদর্শনের অনুমতি দেয়া হয়েছিল। সেখানে ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রমাণ পান তারা।

সংস্থাটি দাবী করেছে, গত সপ্তাহে টানা পাঁচদিন ধরে এলাকাটির ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হয়।

কিন্তু মিয়ানমার সরকার ও রাখাইন রাজ্যের কর্মকর্তারা ব্যাপক হত্যাকাণ্ডের অভিযোগ জোরের সঙ্গে অস্বীকার করেছেন।



গত ডিসেম্বর মাসজুড়ে রাখাইনের মাউঙ্গদাও টাউনে রোহিঙ্গাদের সঙ্গে পুলিশের বেশ কয়েকটি সংঘর্ষের পর নতুন এই ঘটনাটি ঘটে।

ধারণা করা হচ্ছে, বেশ কয়েকজন রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে যাওয়ার চেষ্টার সময় তাদের হত্যা করা হযেছে, এমন খবর প্রকাশিত হওয়ার পর প্রাথমিক উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় পুলিশের সদস্য নিখোঁজ হয়েছেন এবং তাকে খুন করা হয়েছে ধারণায় উত্তেজনা আরো চরম আকার ধারণ করে।

প্রকাশিত খবরে জানা গেছে, এরপর স্থানীয় রাখাইন বৌদ্ধরা নিরাপত্তা বাহিনীর সহায়তায় রোহিঙ্গা গ্রাম দু চার ইয়ার তানে প্রতিশোধমূলক হামলা চালায়। রক্তক্ষয়ী এই হামলায় কম করে হলেও ৩০ জন নিহত হন বলে জানিয়েছেন বিবিসি’র মিয়ানমার প্রতিনিধি জন ফিসার।



প্রকাশিত কয়েকটি সংবাদে নারী ও শিশুসহ নিহতের সংখ্যা ৭০ জনের মতো বলে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক প্রধান ভ্যালোরি অ্যামোস দাঙ্গা আক্রান্ত এলাকায় ত্রাণ কর্মীদের তৎপরতার অনুমতি দিতে এবং এ বিষয়ে “দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত করতে” মিয়নামার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

২০১২ সালে রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে জাতিগত সংঘর্ষে অন্তত ২শ’ জন নিহত হন, এদের অধিকাংশই রোহিঙ্গা জনগোষ্ঠির সদস্য।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.