আমাদের কথা খুঁজে নিন

   

ওরা রোহিঙ্গা? নাকি বাঙ্গালী? নাকি মানুষ? নাকি মোসলমান???

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে "বাঙ্গালী জাতীয়তাবাদ" নিয়ে উচ্চকন্ঠের মানুষগুলো রোহিঙ্গাদের ব্যাপারে অস্বাভাবিক শান্ত। পহেলা বৈশাখ, চৈত সংক্রান্তি এবং আদি বাংলা'র ঐতিহ্যে মুগ্ধ ১৬ কোটি মানুষের বাংলাদেশের সকলের চোখের সামনে ৮ লাখ মানুষ মায়ানমারে বাঙ্গালী পরিচয়ের কারনে মৌলিক মানবাধিকারহীন জীবন যাপন করলেও বাঙ্গালী জাতীয়তাবাদ প্রেমিকদের মুখে কথা ফুটে না!!! এর মানে কি? এর কারন কি? (মানুষগুলোর চেহারা দেখেই বলা যায় এরা নিশ্চিত বাঙ্গালী) রক্ত-মাংসে-জবানে একই বাঙ্গালী হবার পরও অতীতে শুধুমাত্র বাঙ্গালী মুসলিম পরিচয়ের কারনেই অবিভক্ত ভারতে আমরা বহু অত্যাচার সহ্য করেছি। আমাদের মাতৃভূমি বাংলায় যেভাবে সমাজ-রাজনীতি ও সিভিল সোসাইটি থেকে আমাদের যেভাবে আলাদা আলাদা পরিচয়ে বিভক্ত করা হতো, মার্জিনালাইজড করা হতো সেই সংস্কৃতি'র কালো ছায়া কি আজও ঢাকা'র বিবেক প্রভাবিত করছে? কেন রোহিঙ্গাদের এই জাতীয়তার সংকটে আমরা চুপ? পশ্চিমবাংলার উনারাও বাঙ্গালী কিন্তু রোহিঙ্গা ইস্যুতে তাদের কোন বক্তব্য কোনদিনই ছিল না। তাদের সম্পর্ক আমি কোন প্রশ্ন তুলবো না, কারন ওরা ভারতীয়। ওরা বাঙ্গালীর অভিবাবক নয়।

কিন্তু বাংলাদেশ বাঙ্গালীদের অভিবাবক, আমাদের দায়িত্ব রয়েছে। --রোহিঙ্গাদের ব্যাপারে কেন আমাদের বুদ্ধিজীবি বাঙ্গালীরা চুপ??? --কেন কেউ বলে না এই দরিদ্র অসহায় মানুষগুলো বাঙ্গালী হবার দায়ে মায়ানমারে মানবেতর জীবন যাপন করছে এবং আমাদের কিছু করা উচিত??? --কেন কেউ দেখে না যে শুধুমাত্র বাঙ্গালী হবার কারনে ওদের নাগরিকত্ব পর্যন্ত দেয়া হয় না!!! পুরো রোহিঙ্গা ইস্যুটাতেই বাঙ্গালী জাতীয়তাবাদ ডমিনেন্ট হলেও কেন বাঙ্গালী জাতীয়তাবাদীরা আজ নিশ্চুপ? ওরা মুসলমান বলে??? যদি তাই হয়, তবে আমি মানুষ হতে চাই না, বাঙ্গালীও হতে চাই না, আমি একজন মুসলিম হিসেবে থাকবো। গুপ্তঘাতী বন্ধু'র চেয়ে প্রকাশ্য শত্রু অনেক ভাল! ------------------------------------- রোহিঙ্গা ইস্যু'তে ধর্মের সংশ্লিষ্টতা খুঁজে দেখা'র রুচি হচ্ছিল না। কিন্তু অস্বাভাবিকভাবে এদের সম্পর্কে বাঙ্গালী জাতীয়তাবাদের গুনমুগ্ধদের নিরবতা বড্ডবেশি ভাবিয়ে তুলেছে। আমি নিজের পরিচয় মানুষ এবং বাঙ্গালী'র ভেতর রাখতেই খুশী হই, ধর্মনিরপেক্ষ বাংলাদেশে'র কথা মাথায় রেখে।

কিন্তু এখন এই রোহিঙ্গা ইস্যুতে বাঙ্গালী জাতীয়তাবাদীদের অস্বাভাবিক নিরবতাই আমাকে ভিন্ন এ্যাঙ্গেলে ভাবতে বাধ্য করেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.