আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি, বহুমুখী ইতিহাস এবং আমি

স্কুল পলাতক ছেলে...এখন ভার্সিটি পলাতক ছেলে হবার অপেক্ষায়... রাজনীতি নিয়ে অনেক রকমের কথা শুনতে শুনতে বড় হয়েছি । দাদা ছিলেন কট্টর বিএনপিপন্থি , ছোট কাকা জামায়াতপন্থী ,বড় কাকা লিগের সমর্থক । তাই স্বাভাবিকভাবেই আমাকে নানা রকম তত্ত্ব এবং ইতিহাস শুনতে হয়েছে । যে যাই বলেছেন কেউই নিরপেক্ষ ভাবে বলেন নাই । তাই রাজনীতি নিয়ে আমার ধারনা অতি সামান্য ।

কিন্তু এই সামান্য ধারনা দিয়ে বিচার করে যা বুঝলাম বাংলাদেশটা আসলে ২ টা পরিবারের কাছে জিম্মি হয়ে আছে । ২ পরিবার ই ভাবে যে দেশটা তাদের নিজস্ব সম্পত্তি । এইগুলা পুরান কাসুন্দি জানি । তারপরও বলতে ইচ্ছা করে । আবার কয়েকজন কমিউনিস্টের জীবনী পরে(এই ব্লগেই) আর সমরেশ মজুমদারের কয়েকটা বই পরে কমিউনিস্ট হতে ইচ্ছা করে ।

এখন আমার মনে নানারকম তত্ত্ব / ইতিহাস ঘুরাফেরা করে । ইতিহাস টাও কোথাও নিরপেক্ষ ভাবে লিখা নাই । একজন লিখেন অন্যজন এসে তার বিরুদ্ধাচরন করছেন । এই জিনিস গুলা তো আমাদের জিনিস ,আমাদের সবার জিনিস । কারো বাপ দাদার সম্পদ না যে ইচ্ছা মত বিকৃত করবেন ।

এই বহুমুখী ইতিহাস আর নানারকম তত্ত্বের কারনে আমি এখন ভয়ঙ্কর সমস্যাতে আছি । কারো হয়ত মনে হতে পারে যে “আরে বাপু তোমার এত মাথা ব্যাথা কেন ? রাজনীতি কইরা কি লাভ ? ” তাদেরকে বলছি... বাংলাদেশের জন্ম রাজনীতির মাধ্যমে । আপনি রাজনীতি কে অস্বীকার করলে নিজের অস্তিত্বকেই অস্বীকার করবেন । যাই হোক আমার লেখার উদ্দেশ্য সেইটা না । আমি নিজের মন ঠিক করতে পারছি না যে কাকে সমর্থন করবো ।

আপনারা যদি পারেন প্লীজ রাজনীতি বিষয়ক বই আর লেখকের নাম / লিঙ্ক দিয়ে হেল্প করবেন । বই গুলা রাজনীতির বিভিন্ন থিওরি নিয়ে হলে ভাল হয় । আর বাংলাদেশের ইতিহাস নিয়ে নির্ভরযোগ্য কোন বই এর নাম দিবেন প্লীজ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.