আমাদের কথা খুঁজে নিন

   

সরকার ও বিরোধী দলের আহবান,দয়া করে প্রতিহিংসার রাজনীতি ছাড়ুন। চরিত্র বদল করে জনগণের রাজনীতি করুন ।



দিন বদলের কথা বলে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বদলে ব্যস্ত আছে। দ্রব্য-মূল্য বৃদ্ধিতে মেহনতী মানুষের কষ্ট সরকারের মন্ত্রীরা দেখে না। তারা দেখে শুধু কোন জায়গায় মাওলানা ভাসানী ও জিয়ার নাম আছে। নাম বদলের কাজে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও একবারও সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষের কথা চিন্তা করার সময় নেই। জনগনের কথা না বলে সংসদে কার লাশ কোথায় আছে,এনিয়ে মেতে থাকে সরকার-বিরোধীদল।

কিন্তু বলা হয় না শুধু আমাদের কথা। সাধারণ মানুষ প্রতিনিয়ত খুন হচ্ছে। সেই দিকে নজর না দিয়ে সরকারের মন্ত্রীরীরা প্রটকলে ব্যস্ত থাকেন। ক্যাম্পাসে সাধারণ ছাত্রের খুন হয়,স্বরাস্ট্রমন্ত্রীর কাছে স্বাভাবিক ঘটনা। আর তাদের দলীয় কোন্দলে নিহত হলে সেটা বিরোধী দলের কাজ।

সেই জন্য চিরুনি অভিযান শুরু হয়ে যায়। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন প্রকতষ্ঠানের নাম বদল নিয়ে মহাব্যস্ত। সর্বশেষ বদলে গেলো ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। এখন থেকে এটি হচ্ছে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর। একইসঙ্গে আরো ৪৯টি গুরুত্বপূর্ণ স্থাপনার নাম পাল্টানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বরিশালের শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বরিশাল বিশ্ববিদ্যালয় রাখাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন দেয়া হয়েছে। সরকার ও বিরোধী দলের আহবান,দয়া করে প্রতিহিংসার রাজনীতি ছাড়ুন। চরিত্র বদল করে জনগণের রাজনীতি করুন ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.