আমাদের কথা খুঁজে নিন

   

বাইক চালকের পাংকো

আজকালকার পোলাপাইনের কিছু থাকুক আর না থাকুক একখান মোটরবাইক থাকবেই...হোক সে নিজের টাকায় কিংবা বিদেশি ভাইয়ের টাকায় কিংবা বিয়ের পাওয়া যৌতুক হিসাবে..... আর সে বাইক নিয়া মাশাল্লাহ রকেটের সহিত রেস করার চেষ্টায় থাকে...মহাসড়কে তো পারলে আলোর সহিত রেস করে গ্যালাক্সি পাড়ি দিয়ার চেষ্টায় থাকে...... শহরের ভিতরেও কম যায় না...রিক্সা , অটো , গাড়ির চিপা চাপা দিয়া মানুষ মেরে হলেও তাদের পাংকো যাত্রা চলে.... একবার যদি তারা বাইক থেকে পড়ে চিত্ হয় তাইলে আর সোজা হওয়ার অবস্থা থাকেনা...তবুও তাদের গতি ১০০ এর নিচে নামে না.... দ্রষ্টব্য : আজকে একজন বাইক থেকে পড়ে জায়গায় ইন্তেকাল ফরমাইয়াছেন....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।