আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ একদিন

আমি একাই পৃথিবী। সামাজিক যোগাযোগ মাধ্যম http://www.facebook.com/kalponikvalo হঠাৎ একদিন হঠাৎ কাছে আসা ... হঠাৎ করে তোমায় খুজেঁ পাওয়া যেন, জলহীন মরুতে হঠাৎ-ই জল পাওয়া। হঠাৎ করে তোমার দেখা পাওয়া যেন, গ্রীষ্মের দূপুরে হঠাৎ-ই মাতাল হাওয়া। হঠাৎ করে তোমার কন্ঠ শোনা যেন সুদীর্ঘ একযুগ প্রতীক্ষার সেই দুলর্ভ অবসান হওয়া। হঠাৎ করে তোমার স্পর্শ পাওয়া যেন, জীবনের সাদাকালো ক্যানভাস হঠাৎ-ই রঙ্গিন হয়ে যাওয়া।

হঠাৎ করে তোমার কাছে আসা যেন, পিপাসায় ক্লান্ত মানুষের এক ফোঁটা জলের স্বাধ পাওয়া। তারপর কোন একদিন, হঠাৎ করে তোমার দূরে চলে যাওয়া যেন, অগ্নিদগ্ধ মানুষের করুন আর্তচিৎকার। হঠাৎ করে তোমার এই নিরবতা যেন আজীবন বধিরতার আশংকায় কেঁপে উঠা। হঠাৎ করে তোমায় কাছে না পাওয়া যেন, অভিমানের অতল সাগরে নিজেকে ডুবিয়ে মারা। হয়ত বা, হঠাৎ করে কারো খুব কাছে চলে আসাটাই অনেক সুন্দর।

হঠাৎ করে কারো এই দূরে চলে যাওয়াটা বড় কষ্টের। হঠাৎ করে হয়ত কিছু হওয়াটাই বিপদজনক। কি জানি যারা হয়ত হঠাৎই কাছে আসে, তারা হয়ত হঠাৎই ভালোবাসে। আর আমরা যার প্রতীক্ষায় থাকি, তারা ভালোবাসি আজীবন এবং চিরকাল, সেই, 'হঠাৎ কাছে আসা', 'হয়ত বা', কিংবা ' কি জানি' এর সেই মানুষগুলোকে। ------------------------------------------------------------------------- ** দুপুর এ লেখা কিছু কবিতা, যার সবটা জুড়েই আছে শুধু সেই কাল্পনিক ভালবাসার মানুষটি।

তবে মাঝে মাঝে ইচ্ছে করে কোন কাল্পনিক মুখের পরির্বতে একটি সত্যিকারের মানুষের মুখ কল্পনা করি। কিন্তু হয়ত কিছু স্বপ্ন আছে, যা না দেখাই ভালো, হয়ত কিছু স্বপ্ন একা দেখাই ভালো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।