আমাদের কথা খুঁজে নিন

   

হঠাৎ ঢেউ . . . . .

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

এই হৃদয় শুধু এক সুর জানে, সিন্ধু ঢেউয়ের মতো শুধু এক গান জানি আমি। ভুলিয়া গিয়েছি আমি পৃথিবীর আকাশের সব ভাষা চিনেছি তোমারে সকলের মাঝে, জেনেছি তোমার ভালোবাসা। ঃঃ হঠাৎ ভোর রাতে জীবনবাবু চাগাড় দিয়া উঠিল মাথায়। এই চার লাইন ঘুরে ফিরে মনে পড়িতে লাগিল। এখন বসিয়া বসিয়া ভাবিতেছি এই কবিতার পাত্র ক্যাঠা? বিস্তারিত জানা থাকলে আওয়াজ দ্যান। মানে পুরা কবিতাখান পাইলে ধন্য হইতাম আর কি! ঃঃ ছবি নেট হইতে পেস্ট, প্রয়োজনে চেইঞ্জ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।