আমাদের কথা খুঁজে নিন

   

নিজের সঙ্গে নিজের অষ্টপ্রহর- কানামাছি খেলা

বসে আছি কতক্ষন যাবত জানি না । ধোঁয়া উঠা কফি ঠাণ্ডা হয়েছে অনেক আগেই । কোন তাড়া নেই । অন্ধকার বারান্দায় সময় কাটাতে মন্দ লাগে না । সব আয়োজন শেষ করে নতুন কিছুর অপেক্ষার আগ মুহূর্ত টুকুর এই অপেক্ষা ।

ঘুমাতে ইচ্ছে করছে প্রচণ্ড কিন্তু অভিমান করে ঘুমাচ্ছি না । সবসময়ের মতো বুকে নিয়ে ঘুম পাড়িয়ে না দিলে আর ঘুমাবো না বলে অভিমান করেছি । রাতটুকু পোহালেই নতুন করে সূর্যের আবির্ভাব,এক নতুন বছরের আহবানে মুখরিত হবে প্রকৃতি আর যা কিছু, পুরাতন, জরাজীর্ণ সব কিছুর সমাপ্তি । আমার জীবনের সব কিছুর আজ সমাপ্তি হলেও নতুন জীবনের আহবান নেই । নেই নতুন করে পথচলার উদ্দিপনা ।

২০১০ সালে নতুন করে জীবন গড়ার স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম পথচলা । নিজের একটা ভালোবাসার পৃথিবী হবে, নিজের একজন মানুষ থাকবে, দুইজন মিলে জীবনের প্রতিটা মুহূর্তকে পরিপূর্ণ করে তোলার আকাঙ্ক্ষা ছিল, আর দশটা সাধারণ মানুষের মতো প্রেমের বিয়ে হবে, ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হবে আমাদের, শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি নিয়ে ব্যাস্ততায় তোমাকে সময় দিতে পারবো না বলে কিছু অব্যাক্ত অভিমান থাকবে, দিনের শেষে তোমার আমার পৃথিবীতে সেইসব অভিমানের দেয়াল চূর্ণের প্রতিযোগিতা চলবে । আমাদের ঐ পৃথিবী শুধুই তোমার আর আমার হবে । নির্বাক ভালোবাসার আদলে ভরসার আকাশের তারা হয়ে একই সাথে অবস্থান করা । এমন একজন মানুষকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম যে কিনা আমার আমি কে ভালবাসবে , আমার অতীত, আমার দুর্বলতা, আমার সব দোষ মেনে নিয়ে আমাকে হৃদয়ে জড়িয়ে রাখবে, আমার অতীত নিয়ে যার মনে কোন দ্বিধা থাকবে না ।

আমার ভালোবাসার অনুভূতি যে বুঝবে, আমার রাগের মধ্যকার ভালোবাসা টুকু অনুধাবন করে আমাকে নীরবে মেনে নিবে । আমি কোন রাজ্যের রাজপুত্তুর চাই নি, আমার মনের রাজপুত্তুর চেয়েছিলাম । বিশ্বাস আর ভরসায় গড়া ভালোবাসার একটা পৃথিবী চেয়েছিলাম । অদ্ভুত কিছু স্বপ্ন সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখতো । সবসময় ভাবতাম, আমাদের বিয়েটা হবে একটু অন্যরকম করে ।

হটাত করে । নিজেরা কিছু বুঝে উঠার আগেই একজন আরেকজনের হৃদয়ে চেপে বসার মতো । আমার পরিচিত মানুষদের মাঝে আমি স্বপ্ন বিলিয়ে দিতাম । স্বপ্ন আর সুখের এই লেনদেন আমার ভীষণ প্রিয় ছিল । যে কারো হতাশা কে আমি আমার উদাহরন দিতাম ।

আমার জীবনের হতাশার অতীতের পরিসমাপ্তি টেনে আমি আমার স্বপ্নগুলো কে বাস্তবায়ন করার পরিকল্পনার উদাহরন । অনেক বিশ্বাস করেছিলাম নিজের স্বপ্ন আর তা বাস্তবায়নের পরিকল্পনার উপর । অনেকের মাঝে নিজের স্বপ্ন বিলিয়ে দিয়েছিলাম বলে আমার স্বপ্নের দুর্বলতার সুযোগ নিয়েছিল কোন এক স্বার্থপর মানুষ । আমাকে আমার স্বপ্নে ভাসিয়ে সুখের পৃথিবী গড়ে দেবে বলে কথা দিয়েছিল । এই জীবনে ভালোবাসার সাথী হয়ে সবসময় জড়িয়ে রাখবে বলে আমাকে প্রতিজ্ঞা করেছিলো ।

আমি ভালোবাসার সরলতায় তাকে বিশ্বাস করেছিলাম, তার চোখের মাঝে সেদিন আমার জন্য ভালোবাসার মায়া দেখেছিলাম , সেই মুহূর্তে আমার হৃদয়ের গোপন কুঠুরিতে ভরসা ঘর করেছিলো । মনেহয়েছিলো আমার হৃদয়ের রাজপুত্তুর আমি পেয়ে গেছি । এই ক্ষুদ্র জীবনে একসাথে পথচলার সঙ্গী হিসেবে এই মানুষটাকে ভরসা করেছিলাম । নিজের মানুষ ভেবে তার সব অন্যায়- অত্যাচার সহ্য করেছিলাম । নিজের অধিকার আছে বলেই তাকেও ভীষণ যন্ত্রণা করতাম ।

আমাদের গড়া ভালোবাসার পৃথিবীতে তৃতীয় পক্ষের আগমনে ভীষণ রকম রেগে গিয়েছিলাম , চিৎকার করেছি, পাগলের মতো হয়ে গিয়েছিলাম তারপরও মনের মধ্যে বিশ্বাস আর অবিশ্বাসের দ্বিধার মাঝেও বিশ্বাস কে প্রাধান্য দিয়েছিলাম । সবকিছুর পরও ভেবেছিলাম এই জীবনে এক সাথে থাকার প্রতিজ্ঞাবদ্ধ আমরা ভালোবাসার মায়ায় সব তিক্ত অতীত ভুলে যাব নিশ্চয়ই । কিন্তু আমার সব ভাবনাকে মিথ্যে করে দিয়েছে মানুষটি । তার সব কিছুই মিথ্যে ছিল । আমার তিক্ত অতীতের সুযোগ নিয়ে আমার স্বপ্ন আর ভালোবাসা কে খুব নির্মমভাবে হত্যা করেছে ।

একটা ব্যবহৃত খেলনার মতো আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে নিজের জীবন থেকে । তার সব প্রতিজ্ঞা, সব অনুভূতি কে মিথ্যে করে দিয়েছে । কত সহজে করতে পেরেছে সব কিছু তা ভাবলে আমার আত্মা কেপে উঠে !তার সেইসব সরল অনুভূতি কে আমার একটুও মিথ্যে মনেহয় নি । আমার বিশ্বাস, ভরসা কে এত নির্মমভাবে হত্যা করেছে যে হৃদয়ের ক্ষত এখনও আমাকে অসহনীয় পীড়া দেয় । আমার বেঁচে থাকার কোন অবলম্বন আর অবশিষ্ট নেই ।

এত কিছুর পরও আমি এই অন্ধকারে বসে আছি । আমার হৃদয়ের কোথায় যেন এখনও দুরাশা রয়েছে, হৃদয়ের ভেতরের কে যেন ফিসফিস করে আমাকে বলছে , আরেক্তু অপেক্ষা করো, আরেকটু ...............এইতো একটু পরেই এসে সে তোমার পৃথিবীতে আলো জ্বেলে দিবে, হয়তো একটু পরেই এসে বলবে "ফাজিল মেয়ে, কিছুই বুঝো না তুমি । তোমাকে ছাড়া এই জীবন আমি কাটাবো কেমন করে " । মৃতপ্রায় স্বপ্নেরা হাহাকার করে একটুখানি জীবনের আশায় । একটা বছরের শেষ হয়ে নতুন বছর শুরু হচ্ছে, আমার এই স্বপ্নহীন জীবনের কি মৃত্যু ছাড়া আর নতুন কোন শুভ জীবনের সূচনা হবে না ???  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.