আমাদের কথা খুঁজে নিন

   

নিজের হাতে নিজের সাইট [স্মার্ট ডেভু]

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ পারসোনাল ওয়েবসাইট এর শখ কার না থাকতে পারে। আমার ও সেই শখটা বহু দিন পড়ে পূরন হল। চলুন দেখে নেই কী ভাবে করবেন নিজের সাইট। ১.ডোমেইন ওয়েব সাইটের জন্য প্রথমে ডোমেইন নির্বাচন করতে হবে। পারসোনাল ওয়েব সাইটের জন্য .Com, .Me, .Info, ধরনের হলে ভাল হয়।

যেখান থেকেই ডোমেইন কিনুন না কেন ডোমেইনের দামটা $10 হলে স্ট্যান্ডার্ড হয়। তবে বিনামূল্যে ডোমেইন পাবেন http://www.dot.tk তে। ইচ্ছে করলে সাবডোমেইন নিয়েও সাইট বানাতে পারেন। ২. পারসোনাল সাইট সাধারনত খুব বড় হয় না তাই প্রিমিয়াম হোষ্টিং নিয়ে টাকা অপচয়ের দরকার নেই। ফ্রী হোষ্টিং ই যথেষ্ট।

অনেক অনেক ফ্রী হোষ্টিং আছে তবে সবচেয়ে ভাল হচ্ছে ডি এইচ মার্ট । এছাড়াও আপনি আপনার পছন্দের হোষ্ট ব্যাবহার করতে পারেন। ইচ্ছে থাকলে টাকা দিয়েও হোষ্টিং নিতে পারেন। তবে খেয়াল রাখবেন যেন হোষ্টিং সার্ভার সুস্থ ( ) থাকে। ৩. প্রোগ্রামিং সাইট প্রোগ্রামিং এর জন্য আপনি বেসিক এইচটিএমএল অথবা সিএমএস ব্যাবহার করতে পারেন।

আপনার সাইট যদি তুলনামূলকভাবে হালকা হয় তাহলে এইচটিএমএল ব্যাবহার করলে ভাল হবে। কিন্তু সাইটটি যদি প্রায়ই আপডেট হয় তাহলে সিএমএস ব্যাবহার করতে পারেন। সিএমএস এর মধ্য ওয়ার্ডপ্রেস সুবিধাজনক ও সহজ। আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারেন। ৪.ডিজাইনিং আপনার সাইট ডিজাইনের সময় খেয়াল রাখবেন যেন সাইট না ভারি হয়।

সাইট ভারি হলে ভিজিটর আগ্রহ হারিয়ে ফেলে। তবে ইচ্ছে করলে হালকা সাইট ও সুন্দর করা যায়। ৫.কন্টেন্ট আপনার ওয়েব সাইট কোন ভাষায় করবেন তা ঠিক করে নিবেন। এটা সাধারনত বাংলা বা ইংরেজী তে করলে ভাল হয়। অনেক সাইটে আবার দুটো অপশনই থাকে।

সাইটে একটা "About" একটা "Bio" পেজ খুলতে পারেন। আবার সাইট এ আপনার সোসাল নেট ওয়ার্কের লিংক দিতে পারেন। আপনার ফ্যান পেজ এর লাইক বক্স দিতে পারেন। সবশেষে বলা যেতে পারে আপনার সাইটটি হওয়া উচিত আপনার মনের মতো । এখন স্মাট জেনারেশনে আপনি ও বানিয়ে ফেলুন আপনার সাইট ( কমেন্টে সাইটের লিংক দিতে ভুলবেন না) ।

ও, সবশেষে আমার সাইটটাও ভিজিট করে আসতে পারেন !! http://www.RapstaAbz.com ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.