আমাদের কথা খুঁজে নিন

   

নিজের সঙ্গে নিজের অষ্টপ্রহর- কানামাছি খেলা

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে



বসে আছি কতক্ষন যাবত জানি না । ধোঁয়া উঠা কফি ঠাণ্ডা হয়েছে অনেক আগেই । ঠাণ্ডা কোক গরম হয়ে গেছে বহু আগেই । কোন তাড়া নেই । অন্ধকার বারান্দায় সময় কাটাতে মন্দ লাগে না ।

সব আয়োজন শেষ করে নতুন কিছুর অপেক্ষার আগ মুহূর্ত টুকুর এই অপেক্ষা । ঘুমাতে ইচ্ছে করছে প্রচণ্ড কিন্তু অভিমান করে ঘুমাচ্ছি না । রাতটুকু পোহালেই নতুন করে সূর্যের আবির্ভাব,এক নতুন বছরের আহবানে মুখরিত হবে প্রকৃতি আর যা কিছু, পুরাতন, জরাজীর্ণ সব কিছুর সমাপ্তি ।

জীবনের সব কিছুর আজ সমাপ্তি হলেও নতুন জীবনের আহবান, নতুন করে পথচলার উদ্দিপনা । নতুন করে জীবন গড়ার স্বপ্ন নিয়ে শুরু এই পথচলা ।



কিছু অব্যাক্ত অভিমান থেকেই যাবে, দিনের শেষে তোমার আমার পৃথিবীতে সেইসব অভিমানের দেয়াল চূর্ণের প্রতিযোগিতা চলবে । আমাদের ঐ পৃথিবী শুধুই তোমার আর আমার হবে । নির্বাক ভালোবাসার আদলে ভরসার আকাশের তারা হয়ে একই সাথে অবস্থান করা হবে। শুধু বুঝবোনা দুজনে । কেননা

" রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে"।



 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.