আমাদের কথা খুঁজে নিন

   

কুইক রেন্টাল ও মোল্লা নাসিরুদ্দিনের বিলাই (বিড়াল) তত্ত্ব !!!!!!!!!!!!!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... বটে বটে... বিদ্যুতের বিশাল উৎপাদন করেছেন, ডিজিটাল উৎপাদন করেছেন, তাই খালি চোখে দেখা যায় না!!! ড: তৌফিক এলাহির এলাহি বিবৃতিতে বিস্মিত জাতি!!!! চুর জোটের সময়ও দিনে ১/২ বার কারেন্ট গেছে এর বেশী ণয়.. আর আপনেগো মহা উৎপাদনের পরও ১/২ বার মাত্র আসে!!!!!!!!!!! একটা গল্প মুনে পড়ল- মোল্লা নাসিরুদ্দিন। একদিন খুব মাংস খেতে মনে চাইল। তো ১ কেজি মাংস কিনে গিন্নিকে রাধঁতে দিয়ে চলে গেলেন। ঘুরে ফিরে এসে খাবার সময় পাতে দেখেন শাক ভাত। রেগে গিয়ে গিন্নিকে ডেকে বল্লেন - গোশত কই? গিন্নি আমতা আমতা করে।

মোল্লা রাগে অগ্রিশর্মা হয়। আসলে হয়েছিল কি লৌভী গিন্নি রান্নার সময় চাখতে চাখতে সব গোশকই সাবাড় করে দিয়েছিল। এখন এই কথা কি আর বলা যায়? বলল - মাংস বিড়ালে খেয়েছে! মোল্লাও ছাড়া পাত্র নয়। উঠৈ গিয়ে খুজে বিড়ালটি ধরে আনল। সোজা দাড়িপাল্লায় উঠিয়ে বাটখারা চাপাল।

ওজন ১ কেজি!!! অমনি হুংকার দিল - এইটা যদি মাংস হয় তো বিড়াল গেল কই? আর এইটা যদি বিড়াল হয় তো মাংস গেল কই?? ভন্ড উপদেষ্টাদের মহা উৎপাদনের ৫০০০ মেগাওয়াট!!! শুনে মোল্লার খুব বিলাই তত্ত্ব মনে পড়তাছে! ( ( এই যদি ৫০০০ মেগা ওয়াটের ফল হয়(২৪ ঘন্টায় ২৪ বার কারেন্ট যায়) তো আগের বিদ্যুত গেল কই? আর এইটা যদি আগের উৎপাদন হয় তো ৫০০০ মেগাওয়াট তথা কুইক রেন্টাল গেল কই!!!!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.