আমাদের কথা খুঁজে নিন

   

DBBL এর এটিএম বুথ এ টাকা আটকানো সমস্যা।

হঠাং করে কিছু টাকার দরকার পড়ল, ঘরের কাজে হাত দিয়ে কাছে টাকা নেই বললেই চলে। ঢাকায় ভাগ্নের কাছে বেশকিছু টাকা পাব তাই ওরে বলছিলাম তাড়াতাড়ি আমার DBBL এ্যাকাউন্টে কিছু টাকা দে। ভাগ্নেও তাড়াতাড়ি ২০০০০(বিশ হাজার) টাকা আমার এ্যাকাউন্টে দিয়ে দিল। আমি এখন থাকি যশোরে তাই গেলাম পাশের DBBL এটিএম বুথ থেকে টাকা তুলতে যদিও মাসের ২৬ দিনই ঐ বুথ নষ্ট থাকে (সেদিন ভালো ছিল)। ২০০০০ টাকার কমান্ড দিলাম ১ মিনিট, ২ মিনিট বেশ কিছুক্ষন পর কার্ড বের হয়ে আসলো, এবার ব্যালান্স চেক করে দেখি টাকা নেই। গেলাম যশোর DBBL branch এ ওরা বলল এই ফরম পুরন করে দিতে তাহলে ৭ দিনের মধ্যেই টাকা পেয়ে যাব এদিকে আমার টাকার খুব দরকার। যাই হোক ৭ দিন যায়, ১৪ দিন যায় টাকা আর পাইনা, অবশেষে ২৪-২৫ দিন পর টাকা আমার এ্যাকাউন্টে যোগ হয়। এই হল অনলাইন ব্যাংক DBBL এর সার্ভিস। দরকারের সময় একটা বুথও ঠিক পাওয়া যায়না, হয় টাকা নেই, নেটওয়ার্ক নেই, অফলাইন, কারেন্ট নেই, না হয় টাকা বের না হওয়া সমস্যা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।