আমাদের কথা খুঁজে নিন

   

DBBL কার্ড আছে? ধরা না খাইতে চাইলে জানুন



DBBL এর ATM অলিতে, গলিতে, মোড়ে সবখানে। সার্ভিস এলাকা ভেদে জঘন্য থেকে সহনীয় সবই আছে। অবশ্য আমার এলাকায় ভালা সার্ভিস দেয় বলে বহুদিন থেকে ব্যবহার করি। বাট, গতবছর থেকে বাংলাদেশ ব্যাংক নতুন কিছু চার্জ আপগ্রেড করেছে বলে সব খরচাপাতি বহুগুন বেড়েছে। সংক্ষেপে DBBL এর সেভিংস একাউন্টের বর্তমান চার্জ জানাইতেছি।

ধরা খাবার আগেই জানুন। সেভিংস একাউন্ট মেইনটেনেন্স চার্জ (ছয় মাস পর পর কাটবে) ১. গড়ে ৪৯৯৯ টাকা বা এর কম ব্যালেন্স থাকলে এই চার্জ পুরাই মউকুফ!! ফ্রি খাইতে পারবেন বছরের পর বছর! ২. গড়ে 5000 থেকে 25,000 টাকা ব্যালেন্স থাকলে ৬ মাস পর পর ১০০ টাকা+১৫% ভ্যাট= ১১৫ টাকা কাটবে। ৩. গড়ে 25,000 এর উপ্রে ব্যালেন্স থাকলে ৬ মাস পর পর ৩০০ টাকা+১৫% ভ্যাট= ৩৪৫ টাকা কাটবে। ৪. ইন্টারনেট ব্যাংকিং ২০০ টাকা+১৫% ভ্যাট=২৩০ টাকা নেবে ৫. এসএমএস ব্যাংকিং এখনো ফ্রি। এবার আসেন এটিএম কার্ডের ব্যাপারেঃ ১. Nexus Classic যেটিতে আগে বছরে ২০০ টাকা দিতে হত সেটি এখন বছরে ৪০০ টাকা কাটবে ২. Visa Electron কার্ড আগের মত ৫০০ টাকাই আছে (ভাবতেছি পুরান কার্ড ফেলায় Maestro নেব।

১০০ টাকার ডিফারেন্স দিয়া Classic কুন দুখে! VISA নিতে যায়েন না। আমার ভিসা ২ মাসেই নষ্ট হয়া গেছে। খুবই বাজে কোয়ালিটির কার্ড) ৩. Maestro মেস্ট্রো কার্ড আগের মত ৫০০ টাকাই আছে। [ (সাথে ১৫% ভ্যাট তো আছেই। ) এর সাথেঃ Excise Duty নামের সরকারী ট্যাক্স তো নিয়মিত কাটা হবেই! DBBL এর Visa বা Maestro কার্ড ব্যবহারকারীরা জেনে রাখুনঃ ১. DBBL এর বুথ থেকে টাকা তোলা আপনার জন্য ফ্রি বাট.. ২. DBBL এর সাথে চুক্তি আছে এমন বুথ থেকে টাকা তুললে প্রতি ট্রানজিশনে ১০টাকা+ভ্যাট এবং ৩. বাংলাদেশের যেকোনো বুথ (Visa চিহ্নিত বা Maestro) থেকে টাকা তুললে 150 টাকা বা 2.50% (+ভ্যাট) যেইটা বেশি হয় কাইট্টা লইবো! ৪. বিদেশে গিয়া এইসব Visa বা Maestro কোনটাই ব্যবহার করতে পারবেন না।

এগুলা শুধু লোকালি বাংলাদেশের জন্যই। বিদেশে টাকা তোলার জন্য অন্য কার্ড ইস্যু করতে হবে। সুতরাং, সাধু সাবধান!!! সূত্রঃ DBBL ওয়েব সাইট (ডাউনলোড করুন ) ফেসবুকে কর্ণেল সামুরাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।