আমাদের কথা খুঁজে নিন

   

কিষাণ

Bringing about gentle and painless death from incurable Death. পুব আকাশে আবীরের আভরণ, পশ্চিমেতে মেঘ । কিষাণের লাঙ্গল ফলায় এ-কি দারুন বেগ ! বলবান বলদ তাড়ায় হাকায় দূর্বার গতিবেগ ছড়ির ভয়ে দ্রুত বেগে যায়, কাঁধে নিয়ে জোয়াল--- মাঝে মাঝে বলদ দু’টো হাকায় হাম্বা রব এই দেখে কিষাণের হয় যদি মায়া, করেনা তাদের সরব দেয় যদি দু’মুঠো ঘাস, এক আঁজলা পানি। শুনেও না শুনে কিষাণ, সপাৎ চালায় তার ছড়ি চষে যায় কিষাণ, দেখে তার ঘড়ি । রোদে ঝিকমিক কাঁসার থালায় এসে যায় কিষাণের খাবার ঠায় দাঁড়িয়ে বলদ দু’টো, কিষাণ সেড়ে নেয় তার আহার । হাম্বা রবে মুর্হমুহু ডেকে যায় বলদ, জোটে না তাদের আহার লম্বা ছড়িতে পেরেক বিঁধানো, গেঁথে যায় পিঠে বলদের হাকায় কিষাণ, সূর্য ডোবার আগেই চষে শেষ করা চাই মানচিত্র সম জমি, বীজ বুনবো আজই ঝুরঝুরে হতে হতে হবে মাটি, তার আগে বলদ তোরা চষবিই। মাটি ঝুরঝুর হয় তবে আবীর ঠাওরায় পশ্চিমে পিচসম মেঘ দিক বদলায় হাওয়া ঘুরে যায় পুবে বোণা হলো সব, বলদ লুটিয়ে পরে, কিষানের কি, নাকে মেখে ঘি, হাওয়ায় দুলিয়ে পা ঘরে ফেরে সে, নাকে তুলে এস্রাজের সুর শীতল পাটিতে দেহ রেখে ঘুমায় সুখ নিদ্রার ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.