আমাদের কথা খুঁজে নিন

   

কিষাণ

গনতন্ত্র নাম বলিয়া করিয়াছি সরকার
লেবাসধারী নেতানেত্রীগনের অত্যাচারে দেশ বেকার,
বিদ্রোহ করিতে চাই, মনে মনে বৃত্ত রচনা
এক দেশ, এক মাটি, এক মানুষ, ভিন্ন দৃষ্টির আড়ালে ।

সোনালী রবি দেখিবার অপেক্ষায় ধান ভরা কিষাণের জমি
পাই না ন্যায়, পাই না ন্যায্য, কিসের জন্য করিব চাষভূমি,
দিব দিব বলিয়া ঘুরিয়া ফেরায় সেই কোটিপতি
না ঘুরাইলে বুঝাইব কিভাবে টাকার মর্মতার দিতি,
শোষিত আমি কিষান, চাই না বাচিতে এই কালে
কুকুর নামের প্রাণী ভাবিয়া পোষে আমারে সমকালে।

চাহে নাহো সেই বেদনা ইচ্ছেগুলো মরি
একটু আশায় পিছন পিছন লেজ লাগাইয়া ঘুরি,
চাহে নাহো আর ধান ভাঙ্গিতে ইচ্ছেগুলো জানি
না খাইয়া মরিলে ভাল, তবুও দিবো না মোর ধান খানি,
গরিব বলিয়া থু থু খাই মানবজাতির মাঝে
দেশে ধান না উঠিলে পাবে নাকো ধনী সমাজে,
তখন যদি বুঝিয়া উঠে এই গরিবের প্রাণ
সবুজ মাঠে ফিরিয়া দেখিতে চাই কিষাণের সম্মান।

লেখক ঃ ইসতিয়াক আহমেদ ফাহিম (ডার্ক সেইন্ট)

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.