আমাদের কথা খুঁজে নিন

   

মমতাময়ী দুইটি গান

আপাতত রেস্টে আছি! :) কিছুদিন ধরে দুটো গান অনেক করে শুনছি। গান দুটো শুনলে কেমন অদ্ভুত মায়ায় আচ্ছন্ন হয়ে যাই! বছর খানেক আগে LRB এর একটি গান খুব জনপ্রিয় হয়েছিলো-সাবিত্রী রায়। কারণ গানটার মাঝে খুব সুন্দর একটা গল্প ছিলো। লেটার টু ডেনা গানটি তেমনই একটা গল্প শোনায়। না পাওয়ার গল্প।

মূলত নাইটউইশের প্রতি মাত্রাতিরিক্ত অবসেশনের কারণে অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ান ব্যান্ডগুলোর প্রতি আগ্রহী হয়ে পড়ি। সে সূত্রেই ডেনার সাথে পরিচয়। গানটি করেছে ফিনল্যান্ডের একটি পাওয়ার মেটাল ব্যান্ড "সোনাটা আর্কটিকা"। গানের কয়েকটি লাইন: Little Dana O'Hara oh, Dana my Dear, How I wish that my Dana was here Little Dana O'Hara decided one day To travel away, far away. No, you can't surprise me anymore I've seen it all before But it seems I cannot let you go Dana, Dana, Dana, Dana! And I think that I told you, I'd wait for you forever. Now I know someone else is holding you, So, for the first time in my life - I must lie Lie's a sin, mess that I am in, Love is not the thing I feel now I promise you: I won't write again 'till the sun sets Behind your grave. Little Dana O'Hara decided one day To travel away, far away... দ্বিতীয় গানটি আমির খানের "Satyamev Jayate" অনুষ্ঠানের একটি পর্বে প্রচারিত হয়েছিলো। গানের বিষয় যৌতুক (উঁহু, বোরিং কিছু ভেবে এড়িয়ে যাবেন না)।

যেহেতু গানের ভাষা হিন্দি এবং একটু রুরাল ডাইলেক্টে ব্যবহার করা হয়েছে, তাই হয়তো অনেকের বুঝতে কষ্ট হবে (আমি নিজেও ভালো হিন্দি বুঝি না)। সেজন্য আমি গানের প্রথম অন্তরা পর্যন্ত অনুবাদ করে দিলাম। কারণ গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে: শোন প্রিয় বাবা ও আমার মা শোনরে দিয়া মন, বোঝা নই আমি সংসারের আর না আমি মাঝ দরিয়ার দিশাহীন কোনো নৌকা, নাবিকের মতো স্রোতের বিরুদ্ধে লড়বো, আরে, আমি বিকোবো না পয়সায়। গতকাল বাবার আঙুল ধরে হাঁটতে শিখেছি, আগামীকাল সে বাবারই হাতের লাঠি হয়ে যাবো, মা, আমি তোমার ঘরের পাখি দানা নিয়ে তবেই বাড়ি ফিরবো। যার শিরায় মাণুষের রক্ত বয় না, অর্থ ছাড়া যার কাছে আমার কোনো মূল্যই নেই, এমন সংসারের আমারও কোনো দরকার নেই, না বলার এটাই তো সময়, আমার ভাগ্য আমি নিজেই বেছে নিবো, আরে, আমি বিকোবো না কোনো পয়সায়।

সাম্প্রতিক সময়ে ইভ টিজিং নিয়ে অনেক লেখালেখি দেখছি। যৌতুক কিন্তু তেমনই এক সমস্যা। তাই গানের পটভূমি ইন্ডিয়া হলেও, বাংলাদেশের বেলায়ও এই গানটি খাটে। মজার ব্যাপার হলো, ইভ টিজিং এর মতো যৌতুক কিন্তু "শিক্ষিত" মাণুষের দ্বারাই লার্জলি চলে আসছে। তবে খোলাখুলি না, শিক্ষিত সমাজে যৌতুক প্রথা চলছে একটু সুগার কোটেড অবস্হায়।

কয়েক বছর একটি ঘটনা বলছি, আমার এক দূর সম্পর্কের মামার বিয়ে ছিলো (আম্মুর সেকেন্ড কাজিন)। শিক্ষিত, প্রভাবশালী পরিবার। আমি বিয়ে টাইপ অনুষ্ঠানগুলো এড়িয়ে চলি। অসামাজিক মাণুষ তো, তাই এই ধরণের প্রোগ্রামগুলোতে নিজেকে এলিয়েন লাগে। আমি সাধারণত বিয়ের পরদিন বিয়ে বাড়িতে যাই।

নতুন বৌ-জামাই, তাদের ঘিরে সবার আনন্দ, রগড় দেখতে মজাই লাগে। কিন্তু এই বাড়িতে দেখি ভিন্ন পরিবেশ, কবরের নিস্তব্ধতা। সবাই এমনভাবে মুখ গোমড়া করে রেখেছে যে দেখে মনে হয়, এটা বিয়েবাড়ি না মড়াবাড়ি। একটু খোঁজ নিয়ে মূল ব্যাপার জানতে পারলাম। মেয়েবাড়ির লোকেরা খুব গুরুতর একটা অপরাধ করেছে।

তারা কিছু ফার্নিচারস পাঠিয়েছে যেগুলো মামাদের পছন্দ হয়নি। মামারা আরো এক্সপেন্সিভ, ব্র্যান্ডের কিছু আশা করেছিলো। সবার বক্তব্য অনেকটা এরকম, "আমরা না হয় মুখ ফুটে কিছু চাইনি, তাই বলে আমাদের এভাবে ঠকাবে!" মামীর সাথে কেউ কথা বলছে না। সবাই খেয়ে নিলেও, তাকে দুপুরে কেউ খেতে ডাকেনি। মামীর ঘরে গিয়ে দেখলাম, তার চারপাশে কেউ নেই।

নতুন বৌ একলা বসে আছে, বেচারী বুঝতেও পারছে না তার অপরাধটা কি! প্রচলিত আইনে কিন্তু এর কোনো শাস্তি দেওয়া সম্ভব না। দেওয়া গেলেও কেউ সে স্টেপ নিবে না। কিন্তু এভাবে আর কতদিন? এখনই সময় প্রতিবাদ করার। এখনই সময় না বলার। শুভ রাত্রি!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.