আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবী ক্লান্তিকর ও আনন্দময় উৎসব ** [ উৎসর্গ :- মমতাময়ী কবি শাকিলা তুবা ] by Zohirul Hoque Bapy on Monday,

আমার লেখা পড়ে.................. নিরবতা, কুয়াশা চলে যাবে অনির্জনতার কাছে তুমি তার আগেই তুলে নিও ভোরের বকুল প্রতি ভোরে জীবণের ঘরে যোগ হয় একটি বাণী তা পবিত্র ও পুতিগন্ধময় । ঘুম কেটে যাওয়ার আগেই কেউ চলে যাবে দূরে, কেউবা আসবে কাছে। পৃথিবী ক্লান্তিকর ও আনন্দময় উৎসব- যদিও ক্লান্তি ক্রমাগত গ্রাস করে আনন্দ তবুও বকুল ক্রমাগত গন্ধ ছড়ায়, ক্লান্তি আসলে পরাজিত, আমরা তা বুঝি না । মানুষের মূক ও বধিরতা পুষিয়ে দেয় গন্ধ বকুল- তুমি তা তুলে নিও- মাঝে মাঝে অচেনা মমতা দরজায় দাড়ায় বকুল গন্ধ নিয়ে- আমরা তা প্রায়শই বুঝি না, তবুও মমতা আসে। আত্নহত্যার পরিণয়ে বকুল সঙ্গী হোক । তুমি ভূল করেও ভুলে যেও না।নির্জনতা দূরে যাওয়ার আগেই তুমি তুলে নিও নিশি জাগা বকুল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.