আমাদের কথা খুঁজে নিন

   

গবেট সেনগুপ্ত-র বাজেট ভাবনা

বিরোধী দলের ‘বিকল্প বাজেট’ উপস্থাপনের কঠোর সমালোচনা করে ‘দপ্তরবিহীন মন্ত্রী’ সুরঞ্জিত সেনগুপ্ত এটিকে গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। তার ভাষায়, “বিরোধী দল কর্তৃক ‘বিকল্প বাজেট’ উপস্থাপনের ধারণা উদ্ভট, অসাংবিধানিক এবং এটি গণতন্ত্রের বিরুদ্ধে গভীর ষগযন্ত্রের অংশ।” সুরঞ্জিত সেন বলেন, “বিএনপি রাজনৈতিক দেউলিয়াত্বে ভুগছে। তাই তারা উল্টা-পাল্টা আচরণ করছে। সরকার এখনো বাজেট পেশই করেনি। অথচ তারা আগেই ‘বিকল্প বাজেট’ দিয়ে বসে আছে। এরকম ‘বিকল্প বাজেট’র ধারণা বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই। এটি উদ্ভট ও অসাংবিধানিক।” Click This Link ‘বিকল্প বাজেট’ - এর কিছু উদাহরন........ Click This Link Not to be outdone, liberal Democrats in the House will propose an alternate budget of their own. Click This Link Historically the official opposition used to prepare a complete alternative budget and present this alternative to the Canadian people along with the main budget. In recent years, opposition parties are more likely to pick only certain aspects to criticize. The Reform Party revived this practice for a time, however. A complete alternative budget is today produced each year by the Canadian Centre for Policy Alternatives, a leftist think-tank. Click This Link The LDP’s alternative budget would raise and spend JPY 89.3 trillion, compared with the DPJ’s JPY 92.4 trillion. It would rescind DJP “giveaways” and cut civil servant personnel costs and waste to save JPY 5.3 trillion, and spend an additional JPY 2.3 trillion on public works and subsidies for families with infants. The specific items show how the LDP is seeking to differentiate itself and gain voter support.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।