আমাদের কথা খুঁজে নিন

   

আমার এলাকার রাজাকার কে? খবর জানব কিভাবে?

ধলেশ্বরী নদীর তীরে আমার গ্রাম অবস্থিত। যাতায়াতের দিক থেকে এলাকাটি দূর্গম। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। ৭১ সালে আমাদের এলাকাতে ২ বার পাকি কুত্তারা হানা দিয়েছিল। ২ বারে তার ১৩৯ জন মানুষ হত্যা করেছে, শত শত ঘর বাড়ি পুড়িয়ে ছাই করেছে অসংখ্য গরু ছাগল হাস মুরগি লুট করেছে (তবে ধর্ষনের কোন খবর জানা জায়নি)।

এই যে পাকিরা আমাদের গ্রামে গেল, কি কারনে আর কাদের সহযোগীতায়? কোন পাকি দূর থাক কোন অপরিচিত বাঙ্গালীর পক্ষেও আমাদের এলাকার রাস্তা ঘাট কারও হেল্প ছাড়া চিনা সম্ভব না। আমার কথা হল সব এলাকাতেই রাজাকারদের খবর পাওয়া যায় কিন্তু আমাদের এলাকার রাজাকারদের তথ্য কোথা হতে পাব? বয়স্করাও সঠিকভাবে কোন রাজাকারের খবর বলতে পারে না। অঞ্চল ভিত্তিক রাজাকারদের কোন লিস্ট পাব কোথাও? ১৩৯ জন শহীদের রক্তে রঞ্জিত বক্তাবলী পরগনার মানুষ আমারা। স্বজন হারানোর বেদনায় নিয়ে বেচে আছি আজো। এই নির্মমতা আমরা কোনদিন ভূলতে পারব না।

আমরা আজও জানি না এই ১৩৯ জন শহীদের হত্যাকারী রাজাকার কে বা কারা। সেই জানোয়ারদের কি কখনই খুজে বের করতে পারব না। জানোয়ার বলে কী ৭১এ তাদের কোন লিস্ট হয় নাই? তবে খুজেই যাব যতদিন না খুজে পাই, আর খুজে পাওয়া আগেই তাদের ফাসি দাবি করছি। যাতে খুজে পাওয়ার পর ফাসির দাবি জানানোর বিলম্বটুকুও না হয়। আর জানোয়ার রাজাকারেরা তোরা যেখানেই ঘাপটি মেরে থাকছ না কেন, জেনে রাখিছ তোরা রেহাই পাবি না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.