আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের নীতি না মেনে চলার কারণে যাকে জীবন দিতে হলো ।

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল । ইসলামের সকল নীতি মালা হলো মানব সমাজের কল্যাণের জন্য । অথচ মানুষ তা না মেনে চলে এই জীবন ও পরকালের জীবনে নিজেদের কষ্ট বাড়িয়ে-ই চলেছে । আল্লাহ মানুষ কে সৃষ্টি করেছেন এই জীবনে পরীক্ষার জন্য ।

তিনি মানুষকে জীবন বিধান দিয়েছেন । যারা তা মেনে চলবে তারা যেমন এই জীবনে শান্তি পাবে এবং পরকালে রয়েছে অনন্ত সুখের জান্নাত । অথচ মানুষ অজ্ঞতা ও শয়তানের ধোকায় পড়ে এই দুনিয়ার শান্তি ও পরকাল সবই হারাচ্ছে । এর জন্য আল্লাহ দায়ী হবেন না । তিনি মানুষকে জ্ঞান- বিচার বুদ্ধি দিয়েছেন ।

এখন মানুষ যদি তা কাজে না লাগায় এবং গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে নিজের ধ্বংস ডেকে আনে - এর জন্য সে পরে শত আফসোস করলেও কোন কাজ হবে না । আমি বিয়ের সময় দেন মোহর ধরতে বলি মাত্র ১ লক্ষ টাকা । যা আমি পরিশোধও করছিলাম । পরে আমার স্ত্রী তাও মাফ করে দেয় । যা নিম্নের লিংকে ব্লগে বলেছিলাম ।

Click This Link আর উপরোক্ত ব্যাক্তি কে জীবন দিতে হলো অধিক দেন মোহর ধরার কারণে । আমি অনেক কেই দেখেছি উচ্চ দেন মোহর ধরে বিয়ের সময় নিজের মর্যাদা জাহির করার জন্য আর পরে আফসোস করে । আর মেয়েরাও মাফ করেনা মনে করে এটা আমার পাওনা । অথচ উত্তম হলো কম ধরা আর দিয়ে দেওয়া । মাফ করাটা স্ত্রীর সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা ।

আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ভালোভাবে জানা ও মানার তওফিক দিন ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.