আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মার পাড়ে একদিন...

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন আজ বিকেলে পদ্মার পাড়ে গিয়েছিলাম । রাজবাড়ির পদ্মা । পাড়ে পৌঁছতেই তীব্র গরম এক নিমিষেই হাওয়া । ঠাণ্ডা বাতাসে মন-প্রাণ ভরে গেল । বাতাসের গতি এত বেশী যে দাঁড়িয়ে থাকতেই ব্গে পেতে হচ্ছিল ।

পানিতে পা ডুবিয়ে বসে ছিলাম অনেকক্ষণ আর প্রকৃতি দেখছিলাম । আশেপাশে তখন অনেক মানুষ । কেউ আমাদের মতো ঘুরতে এসেছে, কেউ এসেছে কাজে । একটু আগেই একটি বালিভর্তি নৌকা এসে ঘাটে ভিড়ল । বালি নামাতে অনেক লোক এসেছে-শ্রমিক গোছের ।

ঘাটে আরও কিছু নৌকা ভেড়ানো । জেলেদের নৌকা ওগুলো । দেখতে দেখতে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্নাস "পদ্মা নদীর মাঝি"এর কথা মনে পড়ে গেল । ঢাকা থেকে ফেরার পথে যখন পদ্মা পাড় হই- তখনও আমি কুবের আর কপিলার দেখা পাবার আশায় এদিক-ওদিক তাকাই... জেলেদের নৌকা অথবা তীরে গোসলরত পুরুষ ও মহিলাদের মাঝেই তাদের অস্তিত্ব খুঁজে নেই । মাঝ নদিতে সারি সারি নৌকায় করে জেলেরা মাছ ধরছে ।

এই তীব্র স্রোতের মাঝেও নৌকাগুলো কিভাবে স্থির হয়ে আছে জানতে চাইলে, জানতে পারলাম- ছোট ছোট নোঙ্গর দিয়ে নদীর তলার মাটি আঁকড়ে ধরে থাকে এই নৌকাগুলো । ঘণ্টার পর ঘণ্টা মাছ মারা হয় । এক নৌকা ভরে গেলে নৌকা তীরে নিয়ে আসা হয় । তীরে লোক আছে । তারা নৌকা খালি করে দিলে আবার নৌকা কাজে নেমে পরে ।

এভাবেই চলতে থাকে জেলেদের মাছ ধরা । এখন নাকি ইলিশের মৌসুম না, তাই পদ্মার টাটকা ইলিশ খাওয়ার সাধ এ যাত্রায় আর মেটানো গেলনা ! জেলেদের সম্পর্কে একটা চাঞ্চল্যকর তথ্য শুনলাম । এরা নাকি দিনের বেলা মাছ ধরে আর রাতের বেলা অস্ত্র-শস্ত্র নিয়ে চুরি-ডাকাতি করতে বের হয়! কিজানি, হতেও পারে... আবার নাও হতে পারে । আরও শুনলাম, এখান থেকে মাত্র পনের নাকি নদী পাড় হয়ে ওপারে পাবনায় যাওয়া যায় । আমি এখনও পাগল হয়ে যাইনি, তাই আপাতত যাওয়ার প্রশ্ন আসছে না ।

হলে নাহয় দেখা যাবে ক্ষণ । লুল । এখানকার শহর থেকে পদ্মা একেবারে কাছেই । এত কাছে জানলে আরও আগেই আসতাম । কাল থেকে যে ক'দিন আছি, নিয়মিত আসার ইচ্ছে আছে ।

কাল হয়তো সাহস করে গোসলটাও ওখানে সেরে ফেলতে পারি । বাঁধের স্লাবগুলো এত সুন্দর করে সারিবদ্ধভাবে পেতে সিরি বানানো হয়েছে যে দেখলেই নামতে ইচ্ছে করে... সবমিলিয়ে জীবনের দ্বিতীয়বার রাজবাড়ী সফর ভালোই হচ্ছে । ভালো সময় কাটে না অনেক দিন । ছুটিটা ভালোয়-ভালোয় কাটলেই ভালো । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।