আমাদের কথা খুঁজে নিন

   

আগুনের কাচ

রিজওয়ানুল ইসলাম রুদ্র আগুনের কাচ রিজওয়ানুল ইসলাম রুদ্র আমার বিক্ষত হৃদয়ের মাঝে তোমাকে লুকাই ধীরে রাতের অপার্থিব জ্যোৎস্নায় ডুবে গিয়েছিলো সে হতাশার শেকড়ে জড়ানো জীবন কোথাও নেই মানবিক স্পন্দন পিচের রাস্তায় আগুন জ্বেলে দেখি অনেক পুরনো শোকের উৎসব! আমিও ঘুমাই বৃষ্টির শব্দে আর তুমি ঘুমের ভান করে কেন জেগে থাকো? তাহলে আমার পাশে এসে চিৎকার করে কাঁদো আরো একবার যুদ্ধের মিছিলে আমাকে পাশে নিয়ে হাঁটো ওখানে রক্ত আর বারুদের গন্ধ ভেসে আসে অবশ হাওয়ায় বিক্ষুব্ধ পৃথিবী আগুনের কাচে হাত কাটে অলস মানুষ জড়তায়... শেষরাতের অবশ হাওয়ায় উড়ে যায় শীতের পাখিরা... আর তুমি ঘুমের ভান করে কেন জেগে থাকো? তাহলে আমার পাশে এসে চিৎকার করে কাঁদো ছবি : এ গ্লাস অব ফায়ার ওয়াটার (সংগৃহিত) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।