আমাদের কথা খুঁজে নিন

   

নুন আগুনের সংসার



প্রজন্মের বিচ্ছিন্নতায় দগ্ধ কলম ধাবমান প্রগতির চেতনায়। ব্যক্তিকে সমষ্টিতে যুক্ত করার সংগ্রামে আবর্তিত হয় চিন্তা ও চর্চা। মুক্তচিন্তার শৈল্পিক উপস্থাপনের আকাঙ্ক্ষায় তাড়িত হন অহর্নিশ। যাপনের গ্লানিতে সমৃদ্ধ হয় পাল্টে দেয়ার শব্দচাষ। নাগরিক বাঁশিওয়ালা; বাজাতে চান অলোকবীণ।

উসকে দিতে চান বলশালী জোছনায় গল্পঘরে সুরের আগুন। স্বপ্ন দেখেন পৃথিবীর সন্তোরা ঢোল আর ঢুলিদের সাথে রাস্তায় নেমে আসবেন মিছিলে। অনুসন্ধান করতে চান সময়হীনতার মাঝে ডুবে যাওয়া এ মৃত্তিকার সম্ভ্রান্তির ইতিহাস। নিজের সময়কে নিয়ে যেতে চান বাকি সময়ের কাছে, বুঝতে চান গতির মন্ত্র। নিত্যদিনের বোঝাপড়ার সাথে সাথে যুক্ত হয়েছে যাপনের গল্পসব; ব্যক্তিগত প্রেমানুভূতির শব্দমালা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।