আমাদের কথা খুঁজে নিন

   

ইউল্যাব কতৃপক্ষ যে লোকবল নিয়োগ দিচ্ছে তদন্তের জন্য তারা কেউ ইউল্যাবের নয়।

ইভ টিজিং নিয়া ইউল্যাব ও ব্লগারদের তদন্ত টিম গঠন সম্পর্কে আমরা জানি। কমিটি হইব কিন্তু তদন্ত আর পয়দা হইব না। তার একটা বড় প্রমাণ হইল ইউল্যাব কতৃপক্ষ যে লোকবল নিয়োগ দিচ্ছে তদন্তের জন্য তারা কেউ ইউল্যাবের নয়। দন্তহীন লোকবল দিয়া তদন্ত করার চেষ্টা চালাছে। তারা আশা করেছে এইভাবে যদি কিছু টাইম পার করা যায় তাহলে তো হলই বাঙ্গালী ঘুমাই যাইব।

ইউল্যাবের সমস্যা কোনটা এইটাই বুঝতে পারলাম না। ওরা কি সামনে কি হইব বুঝতে পারছে না? এইভাবে যদি ইউল্যাব কতৃপক্ষ দন্তহীন লোকবল নিয়া লুকোচুরি খেলে তাহলে আশা করি কতৃপক্ষ ব্যাপক ধরা খাইব। কারণ ইউল্যাবের ভিতরে নিশ্চয় সব ইভটিজার এর বসবাস নয়। এর অধিকাংশ মানুষের মাঝেই মনুষ্যত্ব রয়েছে। তারা নারীদের সম্মান রক্ষায় এগিয়ে আসবে।

আমি আশাবাদী দন্তহীন তদন্ত কমিটি নিয়া ইউল্যাব কতৃপক্ষ আমাদের কি থামাবে? নিজেদের ঘরই থামাতে পারবে না। প্রার্থনা করি ইউল্যাব কতৃপক্ষের বোধদয় হোক। দন্তযুক্ত লোকবল দিয়ে তদন্ত হোক, তদন্তের ফলাফল প্রকাশ হোক। ইউল্যাবের শিক্ষার্থী, শিক্ষক ও বিবেকবান বন্ধুরা, আমাদের এই লড়াই তোমাদের বিরুদ্ধে নয়। তোমার আমার মা, তোমার আমার বোন, তোমার আমার বান্ধবী ঘরে রাস্তায় নির্ভয়ে চলবে এই স্বপ্ন নিয়ে আমরা লড়ছি।

আসো এক সাথে লড়ি ভীতু কাপুরুষ ঐ কতৃপক্ষ এবং ইভটিজারদের বিরুদ্ধে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.