আমাদের কথা খুঁজে নিন

   

একজন নির্যাতিত ভাই, সামহোয়্যার ইন ব্লগ, ইভ টিজার, ইউল্যাব, এবং গুরুত্বপূর্ণ কিছু কথা . . .

‘সামহোয়্যার ইন ব্লগ’-এ এক নির্যাতিত ভাইয়ের ULAB-কে নিয়ে লেখা একটা ব্লগ প্রসঙ্গে কিছু বলতে চাইছি . . . সেই ভাইয়ের লেখার পরিপ্রেক্ষিতে ফেইসবুকে সবাই বলছেন ‘ইউল্যাবের ছেলেরা’; আবার অনেকে ইউল্যাবের লোগোসংযুক্ত ছবিতে CROSS চিহ্ন এঁকে দিয়ে বোঝাতে চাইছেন ‘ইউল্যাবকে না বলুন’!! কিন্তু ULAB এর ছাত্র বলে এভাবে Generalize করা কি ঠিক!?! ভেবে দেখুন, কলকাতা থেকে কেউ ব্লগের এ লেখাটি পড়েছে, তারপর বললো :”ছিঃ ছিঃ, বাংলাদেশের পোলাপাইন তো একেবারে বরবাদ হয়ে গেল!" তখন কিন্তু আমার সাথে সাথে কথাটা আপনাদের সবার গায়েও লাগবে, ঠিক যেভাবে ছেলেগুলোকে 'ULAB-এর ছেলে' বলার ফলে আমার গায়ে লেগেছে, কারণ আমি নিজেও ULAB এরই ছাত্র। আর সত্যি বলতে কি, তিন বছর ইউল্যাবে পড়ার ফলে আমার জানা মতে ইউল্যাব-এর কোনো ছেলের এতটা দুঃসাহস হতে পারে না, আমার কল্পনাতেও নেই এমনটা। ছেলেগুলোর গলায় কি আইডি কার্ড ঝুলছিলো?!? ইউল্যাবের আশেপাশে কিন্তু আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে – এশিয়া প্যাসিফিক, নর্দান, ইউআইইউ। আমি বলছি না ‘এটা তাদের কাজ’। কিন্তু যে বা যারাই করে থাকুক না কেন, এটা ঘৃণ্য, অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ।

আবারো বলছি, ইউল্যাব এমনও কোনো প্রতিষ্ঠান না যে ছেলেগুলো বললো ‘আমরা ইউল্যাবের ছাত্র’, আর আশেপাশের সবাই ভয় পেয়ে তাদের পক্ষে সাফাই গাইতে লাগলো। আমি সত্যিই অতিমাত্রায় কনফিউজড! :S যা ঘটেছে তা পুরোটাই নৈতিকতার বিষয়। আর Ethics বা নৈতিকতা একজন মানুষ প্রথমত শিখে তার পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে। তারপর বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২০-২২ বছরের ছেলেকে আপনি পড়ালেখার পাশাপাশি কিছুটা Decorum শিক্ষা দিতে পারবেন, কিন্তু তার নৈতিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটাতে পারবেন না (In general cases)।

ফলে এ ঘটনার কারণে কারো এমনটা বলা উচিত নয়, ‘ইউল্যাবের ছাত্র’ অথবা ‘ইউল্যাবকে না বলুন’ – এটা Absurd। সত্যি বলতে কি, ঘটনার শিকার আমার-আপনাদের বোনও হতে পারতো, তাই খোঁচাখুঁচি টাইপ কথাবার্তা বাদ দিয়ে আমাদের দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত। আমার পেছনে কোনো রাজনৈতিক শক্তি নেই, আমি ‘অতি সাধারণ মানুষ’ দেরই একজন। তবুও আমার স্বল্পক্ষমতা ও দায়িত্ববোধ থেকে যতটুকু করতে পারি আমি অবশ্যই করবো। সামু-তে নতুন বলে আমি লেখক ভাইয়ের ব্লগে কমেন্ট বা উনার সাথে যোগাযোগ করতে পারি নাই।

আপনাদের কেউ যদি উনার সাথে যোগাযোগ করতে পারেন তবে দয়া করে আমাকে একটা ‘টেক্সট’ করতে বইলেন; কথা দিচ্ছি – আমি ইউল্যাবের Higher Authority’r কাছে নিয়ে যাবো এবং ঘটনায় জড়িতরা যদি সত্যিই ইউল্যাবের ছাত্র হয়ে থাকে তবে তাদের খুঁজে বের করবো। যদিও আমার দৃঢ় বিশ্বাস, ইউল্যাব কর্তৃপক্ষ খুব শীঘ্রই এর বিরুদ্ধে Imperative ব্যাবস্থা নিবে, এবং ঘটনার শিকার বোন ও ভাইকে যথাযথ সাহায্য করবে। যদি ৭-১০ দিনের মধ্যে ইচ্ছাকৃতভাবে এ ঘটনার সুরাহা তারা না করে, তবে আমি নিজেই ইউল্যাব ক্যাম্পাসের সামনে আপনাদের সবার সাথে মানববন্ধনে দাঁড়াব। “অন্যায় যে করে আর অন্যায় যে সহে. তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.