আমাদের কথা খুঁজে নিন

   

শিশুতোষ ছড়া-১

এই দেশ, দেশ হল, আমাদের মা সবুজ সবুজ দেশটি যেন শ্যামলিমা। গাছে গাছে পাখ-পাখালি ফল মধুমাখা কত শত নদ নদী দেশজুড়ে আঁকা। মৌ মৌ ঘ্রাণ পাই ফসলের ক্ষেতে হিম হিম রস খাই শীতের প্রভাতে। মাছে মাছে ভরা আছে যত খাল বিল শত শত পাখি আছে, আছে গাঙচিল। সোনা সোনা এই দেশ আমরা ভালবাসি বার বার তাই দেখ ফিরে ফিরে আসি। ধন্য ধন্য হলাম জন্মে এই দেশে লাল-নীল ঘুড়ি উড়াই মুক্ত বাতাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।