আমাদের কথা খুঁজে নিন

   

‘পুলিশ রাষ্ট্রীয় কুকুরে পরিণত হয়েছে'

আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই আমি আমার আমাকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই যশোরে সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে প্রমাণিত হয়- ‘পুলিশ রাষ্ট্রীয় কুকুরে পরিণত হয়েছে। এরা উম্মাদ ও হিংস্র হয়ে উঠেছে। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। ’ নেতৃবৃন্দ আরো বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা সত্য হলে পুলিশকে ব্যারাকে শিকল দিয়ে বন্দী করার সময় এসেছে। কারণ পাগলা কুকুর যেমন নিরাপদ নয়, তেমনি পুলিশ থেকেও সাধারণ মানুষ, সাংবাদিক কেউ নিরাপদ নয়।

’ যশোরের অভয়নগরে হরতাল চলাকালে ছয় টেলিভিশন সাংবাদিক পেটানোর প্রতিবাদে ও চি‎িহ্নত সন্ত্রাসী যুবলীগ নেতা শিমুলসহ জড়িতদের আটকের দাবিতে আজ বুধবার প্রেসকাবের সামনে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এ কথা বলেন। নেতৃবৃন্দ বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। বিশেষ করে পুলিশ বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থা চলতে পারে না। সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

তাই কলম, ক্যামেরা ও মিডিয়া দিয়ে এর জবাব দেয়া হবে। তারা আরো বলেন, সরকার যদি জনগণের প্রতি দায়িত্বশীল হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে প্রত্যাহার করা উচিত। কারণ তাদের উস্কানির কারণে পুলিশ জনগণের প্রতিপ হয়ে অবতীর্ণ হচ্ছে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারী বাহিনী প্রধান শিমুল ও তার সহযোগীদের আটক ও ঘটনাস্থলে উপস্থিত নিস্ক্রিয় পুলিশ কর্মকর্তা এএসপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দু’ঘন্টার অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসকাব যশোরের সভাপতি একরাম-উদ-দ্দৌলা।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসকাবের সাবেক সভাপতি জমির আহমেদ টুন, মিজানুর রহমান তোতা, ফকির শওকত, যশোর সংবাদপত্র পরিষদের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসকাবের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সম্পাদক মতিনুজ্জামান মিঠু, সিনিয়র সাংবাদিক ফখরে আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি কিরণ সাহা, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মহিদুল ইসলাম মন্টু, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মনির, সম্পাদক গালিব হাসান পিল্টু, আমিনুর রহমান মামুন, এসএম সোহেল, এম আইয়ূব, এইচআর তুহিন, মিলন রহমান প্রমুখ। সভা সঞ্চালন করেন প্রেসকাবের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন। অবস্থান কর্মসূচি চলাকালে যশোরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.