আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ আতংকে বারহাট্টাবাসী। পুলিশ তো নয় যেন লাইসেন্সধারী সন্ত্রাসী।

বাংলাদেশ পুলিশ বাহিনী নিজেদেরকে যে কি মনে করে তা তারাই জানে। তারা যেন ক্রমশই লাইসেন্সধারী সন্ত্রাসীতে পরিনত হতে যাচ্ছে। তাদের স্বেচ্ছাচারিতা তাদেরকে চরম মাত্রায় নিয়ে গেছে। পুলিশের ধর্মই হল জনগনের সেবা। উপরুন্ত কিছু পুলিশের আচারন হলো এই রকম যেন জনগন তাদের সেবা করবে।

বারহাট্টা থানা পুলিশের এহেন কার্যক্রম দিন কি দিন বেরেই চলছে। গতকাল রাত ৭.৩০ মিনিটের দিকে বারহাট্টা থানার এক দারোগা (সিরাজ)গোপালপুর বাজারস্থ এক মটর মেকানিক দোকানে তার মটর সাইকেল মেরামত করতে গলে দোকানের কর্মচারী(জিংকু) পরে করে দিবে জানালে দারোগা কর্মচারীটিকে মধ্যযুগীয় কায়দায় উপর্যপুর আঘাত করতে থাকে, বুটের লাথিসহ তার গলা টিপে ধরা এমনকি রাস্তায় নিয়ে তার বুকের উপর দাড়িয়েও থাকে। স্বাধীন বাংলাদেশে একজন পুলিশ অফিসারের এহেন কার্যক্রম মোটেই কাম্য নয়। শুধু এই নয়, বেশ কয়েক মাস আগে গোপালপুর বাজারেই এক ব্যবসায়ীকে তার বাসার সামনেই বারহাট্টা থানার অন্য এক স্টাফ ইলিয়াস(ডিবি) অশ্লীল ভাষায় গালিগালাজসহ হুমকী প্রদর্শন করে আসে। পরবর্তীতে তার নামে বারহাট্টা বাজারে মিছিল হলেও স্থানীয় কিছু লোভী রাজনৈতিক নেতা অর্থলাভের কারনে ইলিয়াস ইস্যু বগলদাবা করে নেয়।

গতরাতের এই ইস্যুও টাকার বগলদাবা করার পায়তারা চলছে। যদিও এই ঘটনা উপজেলা নির্বাহী অফিসার সহ সকল স্থানীয় জনপ্রতিনিধিকে এলাকাবাসী জানিয়েছে। এর আগে এই বারহাট্টা থানার আরও এক পুলিশ কনস্টেবল প্রেমানন্দ রেলওয়ে পরিচালককে মারধর করার অভিযোগে পদচুত্যি হয়ে নেত্রকোণা রিজার্ভ ব্র্যাঞ্চে যায়। ময়মনসিংহ - মোহনগঞ্জ রুটে ট্রেন যোগে আসার সময় পুলিশটি পরিচালকের কামরায় উঠতে চায়। কিন্তু পরিচালক তাকে বাধা প্রদান করলে ট্রেন বারহাট্টা স্টেশনে পৌছার সংগে সংগে বারহাট্টা থানার বেশ কয়েকেজন পুলিশ (কনস্টেবল প্রেমানন্দ, সোহাগসহ চার-পাঁচজন পুলিশ গার্) মিলে পরিচালককে মারধর করে।

প্রতিবাদে অনেকক্ষনের জন্য ট্রেন চলচাল বন্ধও হয়ে যায়। কালের কন্ঠ লিংক জনগনের সেবার উদ্দেশ্যে গঠিত পুলিশ বাহিনীর যদি এই রকম অধপতন হয় তবে জনগন কাদের উপর ভরসা রাখবে। উপরোক্ত ঘটনাগুলি কোনভাবেই বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, একই থানায় কয়েকদিন পর পর এই ধরনের ঘটনা ঘটবে যা কোন ভাবেই কাম্য নয়। বারহাট্টাবাসী এখন পুলিশ আতংকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.