আমাদের কথা খুঁজে নিন

   

তুমি মানুষ, তাই আমি শুধু-ই পুলিশ ( উৎসর্গ: সকল পুলিশ বিরোধীদের প্রতি)

জীবন একখান বাঁশবাগান। খালি বাঁশ আর বাঁশ। ফেসবুকে আমি: facebook.com/bamboo.baash জিমেইলে আমি: bashbamboo@gmail.com

যখন তুমি ধ্বংসে উম্মত্ত.. আমি তখন তোমার সীমা’র দেয়াল । যখন তুমি আগুন লাগাও.. আমি তখন সীমাবদ্ধতার মাঝেও .. ফায়ার সার্ভিসের কর্মী’র ভুমিকায়। যখন তুমি অন্যের স্বপ্ন ভাঙ্গার উল্লাস করো- আমি তখন তোমার উল্লাসে বাধা হই।

যখন তুমি তোমার হাত ভাইয়ের রক্তে রঞ্জিত করো- আমি তখন তোমাকে নিবৃত করি- তোমাকে থামাতে নিষ্ঠুর হই.. এরপর হই ডাক্তার-ব্রাদার -- অপটু হাতে রক্তের স্রোত থামানোর অক্লান্তকর প্রচেষ্টা করি । তখন আবার তুমি পথের কাঁটা “আমাকে”- আঘাত করতে উদ্যত হও । তুমি করলে হয় বীরের কাজ - আর আমি করলে হয় মানবতাহীন জঘন্যতা । তুমি করলে পাও ফুলের মালা-- আর আমি করলে পাই ধিক্কার- তোমাকে থামানোর দায়ে দোষী । তুমি খেতাব পাও “সোনার ছেলে” আর আমি পাই শঙ্কা, হই উৎকন্ঠিত- চাকরি হারানোর লিস্টে নাম...উঠার ভয়ে ভীত ।

তুমি রাজা কিংবা রাজপূত আর আমি অধম গোলামের পুত-- সত্য স্বীকারে মাথা পেতে নেই দাদা জমিদার ছিলো না তাই । তুমি মানবাধিকার রক্ষায় ও ধ্বংসে হও সোচ্চার আর আমি মানুষ না তাই-- মানবাধিকার “আমার জন্য না” । তুমি তোমার ভাইকে যখন রাস্তায় লাশ করো আমি তখন তোমার ভাইয়ের লাশ বাহক-- লাশ টানায় দায়িত্ববান । আবার তুমি ঐ লাশ নিয়েই করো রাজনীতি- লাশ নিয়ে মিছিল করো- মাছের মায়ের মরাকান্না করো- গায়েবানা জানাজা করো- এ সবই করো তোমার-ই স্বার্থে । আমি কান্না করি দায়িত্বে, মানবতায়- নুন খেয়ে গুন গাওয়ার তাগিদে ।

তুমি স্বপ্নপুরী গড়ো আরেক ভাইয়ের স্বপ্ন ভেঙ্গে আমি ন্যায়তঃ কিছু করলে আমাকে তুমি- দলবাজি’র মিথ্যা অপবাদ দাও- আমাকে করো টার্গেট- পণ করো আমার পেটে লাত্থি মারার । তুমি ইট-সিমেন্ট-সুরকি’র সুরম্য প্রাসাদে- রাতে ঘুমে বিভোর থাকো । আর আমি কুকুর আর চোরের সংখ্যার বৃদ্ধি ঘটাই- রাস্তায় কাটে বিনিদ্র রাত । তুমি ঈদ-পূজো-নববর্ষ পালন করো- পরিবার-পরিজন-বন্ধু নিয়ে । আর আমি সেই অনুষ্ঠান নির্বিঘ্ন পালনে- তোমায় সহায়তা করি- নিজের সাধ আহ্লাদকে গলা টিপে ।

তুমি কলমের খোচায় লাখ-কোটি সরাও আর আমি ২/১০ টাকা নিলেই- দূর্নীতি দমনে মামলা ঠোকো- পেপার-টিভি’তে সম্প্রচার করো । তুমি করো মনের ক্ষুধায় আর আমি করি পেটের ক্ষুধায় । তুমি মানচিত্র ছিবড়ে-খুবলে খাও- তাতেও তোমার আশ মেটে না । আর আমি খাই শক্ত রুটি ছিবড়ে-খুবলে-পরম তৃপ্তিতে । এরপর ঢেকুর তুলি ENO না খেয়েই ।

তুমি তোমার সকাল-বিকাল’এর ছায়ার- দৈর্ঘ্যের সাথে মেপে দেখ - সুরম্য অট্ট্রালিকার দৈর্ঘ্যের । আর আমি পকেটের বাজারের লিস্টি’র দৈর্ঘ্যের সাথে- দৈর্ঘ্য মিলাই পকেটের টাকার- সাধ ও সাধ্যের সমন্বয়হীনতা নিয়েই বেঁচে থাকি । তোমার প্রাপ্তি তোমাকে স্বস্তি,শান্তি দেয় না- দেয় অস্বস্তি ও অশান্তি । আর আমি আমার পাওয়া না-পাওয়া নিয়েই- চরম শান্তিতে থাকি । তুমি এসি রুমে গদিওয়ালা বিছানায় শুয়ে- কাঁটা’র বিছানায় শোয়ার মতো- অস্বস্তিতে নির্ঘুম পাশ ফেরো- স্লিপিং পিলের দ্বারস্থ হও ।

আর আমি এতোটুকু অবসরে- গভীর ঘুমে নিমজ্জিত হই । তুমি জেগে জেগে দিবাস্বপ্ন দেখো- দেশ খাওয়ার, মানুষ খাওয়ার,টাকা খাওয়ার। আর আমি ঘুমিয়ে স্বপ্ন দেখি- ভালোভাবে বেঁচে থাকার- সবাইকে নিয়ে সুখী পরিবার-দেশ গড়ার । তুমি টাকা লুটে ডলার-পাউন্ড বানাও- একদেশ থেকে অন্যদেশে গিয়ে ফূর্তি করার। আর আমি তিলে তিলে জমানো টাকা দিয়ে স্বপ্ন দেখি- “একটি ধানের শীষের উপর- একটি শিশির বিন্দু” দেখার ।

তুমি মাইকেল জ্যাকসন-ম্যাডোনা’র গান শোনো- এমন হাত-পা ছোড়াছুড়ি করো- গায়ে বিছুটি পাতা লাগলো যেন ! আর আমি নজরুল-রবীন্দ্র-লালন শুনি - মনের স্থিরতায়, গানের গভীরতায় । এতোকিছু’র পরেও তুমি-ই মানুষ আর আমি নাকি মানুষ না, শুধু-ই পুলিশ। । কবি: মোহাম্মদ আশিকুর রহমান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.