আমাদের কথা খুঁজে নিন

   

দূরে থাকুন

আমি একটা পাগল, যারা আমার প্যাচাল শোনে তারা আরো বড় পাগল। দেশ স্বাধীন হয়েছে ৪০ বছর আগে, এতগুলো বছরে আমরা কি পেয়েছি???? অন্য দেশগুলোর কথা না হয় বাদ দিলাম, আফ্রিকার দেশগুলোও আমাদের চেয়ে এগিয়ে গেছে... আর আমরা দিন দিন পিছিয়ে পড়ছি... কেন???? কারণ আমরা যাদের নেতৃত্ব দেবার জন্য মনোনীত করেছি তারা আজ নিজেদের স্বার্থসিদ্ধিতে মত্ত, তাদের বিবেক বলতে আর কিছুই বাকি নেই... শুধু তাই নয়, তারা ক্ষমতার লোভে এতটাই অন্ধ যে যে জনতা তাদের নির্বাচিত করেছে আজ তাদের কোনো মূল্যই নেই... তারা যদি তাদের নোংরামী নিজেদের রাজনীতিতে সীমাবদ্ধ রাখতেন তাও একটা কথা ছিলো... কিন্তু তারা তাদের কালো থাবায় জাতীয় থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত জীবনও নষ্ট করছেন... আজ বেডরুম, রাস্তা এমনকি আদালতেও কেউ নিরাপদ নয়...... আর আমাদের গুনী নেতাগন নায্যতার কথা বলেন, শান্তির মডেল উপস্খাপন করেন, জনগনকে পশে নিয়ে আন্দোলনের কথা বলেন!!!!!!!!! তাই আজ সময় এসেছে এসব রাজনীতিবিদ নামক পশুদের বয়কট করার... চলুন তাদের একঘরে করে ফেলি, আমরা যে যেখানে আছি সেখান থেকে তাদের বয়কট করি.... এতটুকুতো আমরা করতেই পারি, তাই না??? দূরে যদি থাকতেই হয় আমরা রাজনীতিবিদ নামক জানোয়ারদের কাছ থেকেই দূরে থাকি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.