আমাদের কথা খুঁজে নিন

   

দূরে কোথাও, দূরে..

একদিন হয়তো তুমি পড়বে এই লেখা, তাই লিখি কিছূদিন ধরেই মনটা কেন আনচান করছে। একটা শীত চলে যাচ্ছে। এখনো কোথাও যাওয়া হলো না। আমি অবশ্য প্রথাগত বাঙ্গালীদের মতো এমন নই যে, শীতকালেই বেড়াতে যেতে হবে। শীত, বর্ষা, শরৎ হেমন্ত, যাই হোক না কেন, আমি যেতে রাজি।

কিন্তু শীতকালে হয়কি, এ সময় জঙ্গল, পাহাড় উঠানামা করতে আরাম, থাকতেও আরাম, তাই শীতে যেতে আরাম। কিন্তু সেটি আর হচ্ছে কই? বন্ধূরা সব চাকরিতে এমন ব্যস্ত, ছুটিছাটা নেই। আর একা বেড়ানোর কোন মানে হয়না। তবে কাজের চাপ আর নাগরিক জীবনে কেমন হাপিয়ে পড়েছি। মনে হচ্ছে, একটু গ্যাপ দরকার।

এমন কোথাও যাওয়া দরকার, যেখানে মোবাইল ফোনের রিং রিং নেই, টিভি নেই, এমনকি হয়তো বিদ্যুৎও নেই। তবে ছোট একটা ডাকবাংলো আছে। তার একটু দুরেই দুটো চায়ের দোকান। সেখানে বিকালে, ক্ষেতের কাজ শেষ করে মানুষজন এসে টোস্ট ভিজিয়ে চা খায়। তাদের সাথে দুদন্ড কথা বলে বাংলোতে ফিরে আসা।

দুরের গাছের উপর দিয়ে বিকালের সূর্যটা নেমে গেলে চৌকিদার গরম ভাত, ডাল আর ডিমভাজি নিয়ে আসবে। খেয়ে দেয়ে লেপের নিচে, হারিকেনের আলোয় বিভুতিভুষণ বা শক্তি পড়তে পড়তে কখন যে ঘুম চ লে আসে!!! এমন কোন জায়গার কথা জানা আছে নাকি ভাই????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.