আমাদের কথা খুঁজে নিন

   

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক

দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক যতটুকু পারা যায় সামলিয়ে রাখ। মন মন মন সে তো পাল ছেড়া তরী যতদূরই যাক সে সবটুকু তোরই। সবটুকু কতটুকু এক রত্তির সবকথা শেষ হলে এক সত্যির মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে, তুমি আমি সব্বাই সকলের হাতে। তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ। মন মন মন সে তো কত কথা বলে তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে।

উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি! কার গান কোন গান তুমি কিছু জানো? জানো যদি তবে কেন এত কাছে টানো। তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ। শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ। দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে। ।

রূপকথা তার মেঘপিয়নকে দিয়েছে এই গান, বর্তমান অবস্থায় তার সকল অনুভূতিকে সম্পূর্ণরূপে প্রকাশ করে এই অসাধারণ গান। উত্তরে মেঘপিয়ন কি দেয় এখন রূপকথাকে? মেঘপিয়ন দিলো - বৃষ্টি হলে ভেবে নিও তুমি এ আমার চোখেরও জল। । অনেক ভেবেছি আর ভাবতে চাইনা, ভাবতে আমার ভালো লাগে না। আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.