আমাদের কথা খুঁজে নিন

   

নিত্যদিনের ভাবনা ২৯মে

কথা কম বলতে ভালবাসি। সকালে পত্রিকা দেখে চমকে উঠলাম। পত্রিকা অফিসে ঢুকে সাংবাদিকদের কোপানোর খবরে চমকানোটাই স্বাভাবিক। একটু পরে আরো চমকে ঊঠলাম প্রীতমদার নাম দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র জোটের মিছিলে পাল্লা দিয়ে স্লোগান দিয়েছি আমি আর প্রীতম দা।

প্রীতম দা ফেডারেশনের আর ছাত্র ফ্রন্টের স্লোগানিস্ট আমি । অদ্ভুত এক সম্পর্ক! তবে সবগুলো অনলাইন নিউজ পড়েও জানতে পারলাম না আসলে কি কারণে ইএ ধরণের হামলা। আমার ধাওরণা অনেকেই এই প্রস্নে আটকে আছেন এই মুহূর্তে। সাহার খাতুনের আশ্বাস দেখে মেজাজটা কঝারাপ হয়ে গেল। আমাদের দেশটার অবস্থা অনেক খারাপ মানি কিন্তু এতো খারাপ বিশ্বাস করতে পারি না যে এই রকম একটা অথর্ব মানুষ আমাদের সারা দেশের মানুষের নিরাপত্তার দায়িত্বে।

মনে হয় যেন হাসিনা আপা আমাদের বলতে চান দেশের মানুষের জানটাই হচ্ছে সবচেয়ে ফালতু মাল। বন্ধু ও ল্যাবের সহকর্মী (বিশিষ্ট ব্লগার) রায়হান আবির ফিরে এলো চায়না থেকে। তার গল্প শুনএ সকাল পার হল। আমাদের প্রফেসরের সাথে কথা বলতে গেলে আফসোস আর আফসোস। কত সম্ভাবনা কিন্তু কিভাবে সবকিছু নষ্টদের অধিকারে বসে আছে।

চীনের গল্প বিস্ময়কর। ইলেক্ট্রিক্যাল ইম্পিডেন্সের একটা গবেষণার ক্ষেত্রে ওরা হাত দিয়েছে মাত্র ২০০৮এ। অথচ একই বিষয়ে সারা পৃথিবী কাজ করছে ৮০ সাল থেকে। অথচ এখন ওরা সারা পৃথিবীতে সেরা, ঐ টেকনোলজি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে নামিয়ে দিয়েছে। একটা দেশ উন্নতি করতে হলে দরকার একটা ফিলোসফি, সেটা ওদের আছে।

সমাজতন্ত্রের তত্ত্ব ব্যবহার করে উৎপাদন কাঠামো সাজানোর ফলে ওদের প্রবৃদ্ধি প্রচুর, অন্তত পশ্চিমা বিশ্বের প্রকট বৈষম্য সমস্যা ওখানে এখনো দেখা দেয়নি। তবে এখন কমিউনিস্ট পার্টিতে পুঁজিপতিদের জায়গা করে দেয়া হচ্ছে। খুব সরলচোখেই বোঝা যায়, গতিমুখটা এখন কোনদিকে। সাধারন মানুষের গড় আয় অনেক ভালো(নূন্যতম মজুরী ৩০০০য়ার এম বি বা প্রায় ৫০ হাজার টাকা)ফলে শোষণের আঁচ শ্রমিকের গায়ে সরাসরি লাগে না এখনো হয়ত। যাই হোক অনেক ভাবনা চিন্তার উপাদান পাওয়া যাচ্ছে.।

কিন্তু আমাদের এই দেশটার কি হবে? আচ্ছা আপাতত সেই ভাবনাটা থাক। সার্কিট ঝালাই করি বরং। সেটাই দ্রুত ফলাফল দিবে! বিদায়! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.