আমাদের কথা খুঁজে নিন

   

নিত্যদিনের নাগরিক জুলুম, আমরা চুপ কেন ???

মোদের গরব মোদের আশা, আ'মরি বাংলা ভাষা... যাব গুলশান-১ টিকেট কিনতে হবে মহাখালীর, যাব আগারগাঁও কিনতে হবে কাজী পাড়ার টিকেট, এই অবস্হা ঢাকার প্রতিটা রুটের কাউন্টার বাসে ... এসব দেখার যেন কেউ নেই, বাংলাদেশে যত দিন যাচ্ছে এমন নাগরিক অত্যাচার যেন বেড়েই চলেছে। আম পাবলিক ছাড়া যার যা খুশি তাই করছে, আর সব কাঁঠাল গুলো ভাঙা হচ্ছে এই আম পাবলিকের ই মাথায়। পাবলিকও কিছ্ছু বলে না, ভাব দেখে মনে হয় এসব যেন কোন আইন এবং পাবলিক মন দিয়ে সেই আইন মেনে চলেছে .... অদ্ভুত সত্যিই অদ্ভুত। অসহায় বৃদ্ধ/বৃদ্ধা ভিক্ষুক দেখলেও আমরা সবাই ভিক্ষা দেই না, প্রায় প্রতিদিন খবরের কাগজে দেখি কারো হার্ট/কিডনী বিকল হয়ে গেছে, বাঁচার আকুতি জানাচ্ছে, বাসে ওঠা লেভেলের মানুষেরা আগ বাড়িয়ে ব্যাংকে যেয়ে এসব মানুষের জন্য ১০০ টাকা জমা করে আসে না, করলেও এমন মানুষের সংখ্যা খুব-ই নগন্য, কিন্তু এসব লুটেরা বাস মালিকদের আমরা অবলীলায় বাড়তি টাকা দেই, কেন দেই ??? তাহলে কি আমরা সবাই অবৈধ আয় করি? অমন প্রতিদিন আসতে যেতে ১০/২০ টাকা বাড়তি দিলে আমাদের তেমন কিছু আসে যায় না? নাকি আমাদের আয় প্রয়োজনের চেয়ে অনেক বাড়তি... ??? নাকি এমন কয়টা টাকার প্রতি আসলে মায়া দেখানোর কোন মানে হয় না ...? বিষয়টা আসলে কি??? নাকি আমরা সবাই পরাজিত ??? ভীত ??? সবাই মেরুদন্ডহীন ?? বাংলাদেশের বাসে চড়া মানুষগুলোর মধ্যে কি কোন পুরুষ মানুষ নেই ??? এটাতে এত ভয় পাওয়ার ত কিছু নেই, এটাত তথাকথিত গনতান্ত্রিক সরকারগুলোর বিরুদ্ধে কিছু বলা নয় ??? স্রেফ একটা নির্ভেজাল জুলুমের প্রতিবাদ করা ...। মানুষ আমাদের কষ্টার্জিত আয়ে ভাগ বসাবে আর আমরা কিছুই বলব না ...?????????????????????????????????????????? নাকি মেরুদন্ডহীন মানুষ হওয়াই সবচেয়ে নিরাপদ ????? এভাবে নীরবে নিরাপদ থেকে একদিন টুপ করে বা ধুঁকে ধুঁকে মরে যাওয়ার জন্য-ই কি আমাদের জন্ম ??? আসুন সংগঠিত হই, প্রতিবাদ করি ...। নইলে আজ ১০/২০ টাকার মামলা কাল হবে আরো বেশী, আর তা চাপবে আমাদের সন্তানদের ওপর ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.