আমাদের কথা খুঁজে নিন

   

কালেমা তামজীদ

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে কালেমা তামজীদ অর্থ গৌরব প্রকাশ বাক্য। আমরা বিশ্বাস করি, এই বিশ্ব-ভূবনে যা কিছু ভাল, মহান, তার গৌরব ও কৃতিত্ব একমাত্র আল্লাহর। কেননা তার হেদায়েতের নূরেরই সব কিছু কল্যানময় বরকতময় হয়ে ওঠে। যুগে যুগে যে লাখো কোটি মানুষ তার দেখানোর শান্তির পথ খুজে পাচ্ছে, তাকে মা”বুদ বলে গ্রহন করছে এবং রাসূল (সাঃ)-এর তরীকা অনুসরন করে চলতে পারছে, তারও মূলে রয়েছে আল্লাহ পাকের অসীম মেহেরবানী ।

এখানে আমাদের কৃতিত্ব বা বাহাদুরীর কিছুই নেই। তিনি দয়া না করলে আমাদের হেদায়েত পাওয়ার কোন উপায় ছিলনা। এ ছাড়া আমরা আরো বিশ্বাস করি যে, আমরা যে রাসূল অর্থাৎ হযরত মুহাম্মদ (সাঃ)-কে নবীরুপে পেয়েছি, তিনি আখেরী যামানার রাসূল। তিনি রাসূলদেরও সকলের সম্রাট। তাই তিনিই হচ্ছেন সর্বশেষ রাসূল।

তার ইন্তেকালের পরে কেয়ামত পর্যন্ত আর কোন রাসূল আসবেন না। তাই আমরা আমাদের হেদায়েতের মূল আল্লাহর কৃতিত্ব ও গৌরব প্রকাশ করে পড়ি: উচ্চারনঃ লা ইলাহা ইল্লা আনতা নূরাইঁ ইয়া্হদিল্লাহু লিনূরিহী মাইঁ ইয়াশা"উ মুহাম্মদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতমুন নাবিয়্যীন। অর্থঃ “(হে প্রভু!) তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমি নূর। তুমি নিজ নূর।

দ্বারা যাকে ইচ্ছা পথ প্রদর্শন কর। মুহাম্মদ (সাঃ)- আল্লাহর রাসূল, সব রাসূলের সর্দার এবং সর্বশেষ নবী। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।