আমাদের কথা খুঁজে নিন

   

হারাবার কিছু নেই

হারাবার কিছু নেই, কিছুই তো হারায় না এই সংসারে প্রতিষ্ঠিত শুধু হাত বদলের রীতি মালিকানা পরিবর্তিত হয়ে গেলে আমরা বলি হারিয়ে গেলো, আমার হলো অপূরণীয় ক্ষতি! হারবার কিছু নেই তবু অকাতরে নারীরা হারায় লজ্জার জাফরান আভা, পৌরুষ হারায় পুরুষেরা পথভোলা হয় কতো পথিক, নীড়ে ফেরা পাখিরা; মুকুট হারায় রাজা, প্রচলিত মূল্যবোধে ঘেরা সাম্রাজ্যের সিংহদ্বারে বসা জোড়া পায়রার হাসি নিয়ত দুর্মূল্য হয়ে ওঠে আর এর সাথে সাথে কালের রাখাল হারায় তার অবিসংবাদিত বাঁশি কিছু ফিরে আসে হারাবার পরও, কিছু ফেরে না হারানো আর্তনাদ প্রতিধ্বনি তোলে, সুখের ধারা হারিয়ে জোয়ারে ফিরে আসে, চিরস্থায়ী ভাবে হারাবার কিছু নেই এই কবিতাওলার শুধু তুমি ছাড়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।