আমাদের কথা খুঁজে নিন

   

পায়ে পায়ে হারাবার জায়গা খুজে মরি...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

মাঝে মাঝে নিরালায় লির্জনেও নিজেকে আমি খুজে পাইনা, নিজের হাত, পা, মুখ, চোখ সব খুজেপেতে এক জায়গায় আনার পর দেখা যায় মনটাকে যে কোন চিপায় ফেলে এসেছি মনেই নাই...আর অনেক মানুষের ভীড়েতো কথাই নাই...তখন নিজেকেতো স্বত্ত্ব ত্যাগ করে হারিয়ে ফেলতে ইচ্ছা করে...মনে হয় যেন নিরুদ্দেশ হয়ে যাই...জানিনা এরকম কেন হয়...গতবার ডিপার্টমেন্টের সাথে কক্সবাজারে গেলাম, বিশ্বাস করবা?...এইযে নিজের ছবি বিবিধ পোজ়ে তুলতে যার এত ভাল লাগে তার এদিক সেদিকের কয়েকটা ছবি ছাড়া কোনও ছবি তোলা হয়নাই...! ...মন খারাপ ছিল?...নাতো...তেমন না...ওখানে যাবার দুদিন আগে আমার নয়া মোবাইল চুরি হওয়ার কিছুটা দুঃখ ছিল...তাই বলে সেই দুঃখ এতটা সর্বগ্রাসী না যে সবাই যখন সৈকতে ছুটাছুটি আর খুনসুটি করছে তখন আমাকে উদ্দেশ্যহীন ভাবে সমুদ্রের দিকে হাটতে হবে...আমোদপ্রিয় আমি মাঝেসাঝেই এরকম কাঠখোট্টা হয়ে যাই...তবে ঠিক ভাবে বলতে গেলে, কাঠখোট্টা কি?...বরঞ্চ কিছুটা দলছুট, অনেকটা একা, পুরাপুরি উদাসীন, কখনও কখনও উন্নাসিক একজন হিসেবে আমার আত্মপ্রকাশ ঘটে...মাঝে মাঝে তখন আউলা সেই আমার কোনও এক চিপায় লুকিয়ে থাকা সরল আমি খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, 'ভইন আপ্নে কেডা...কইত্থন আইসেন...' কিন্তু আউলা আমি উত্তর দেয়না, ভাব নেয়...তার এই ভাব নেয়া আমার ভিতরকার সেই সরলতাটাকে আস্তে আস্তে বিমর্ষ, একা করে দিচ্ছে...আমার সেই আমিটা আজকাল আর আউলাটা আসলে প্রশ্নোত্তরের ঝামেলায় যায়না...নীরবে সরে ওকে জায়গা করে দিয়ে যায়...এই সুযোগে যে আউলাটা তার পরিধি বিস্তার করে চলছে সেটা বোকাটা বুঝেনা...আউলা আমি দেখল এই সুযোগ, ধর তক্তা, মার পেরেক...এই জবরদখলের যুগে মানসিকতার এই অপভ্রংশ ফাঙ্গাসের মত বা ভাইরাসের মত মনের সব আলো নিভিয়ে দিয়ে, ধীরে ধীরে মনের আনাচে কানাচে থেকে আমার আমিটাকে সরিয়ে দিচ্ছে...বোকা আমি তার বোকামীর খেসারত দিবে তার সারল্য হারিয়ে কালো কুচ্ছিত সঙ্কীর্ণতার কাছে মাথা নত করে... কিন্তু ভেবে দেখেন, তাতে কারও কি কিছু এসে যাবে?...উহু...কিচ্ছুটি বদলাবে না...যে বদলে যাচ্ছে ধীরে ধীরে তার যখন কোনও সাড়াশব্দ নেই তখন দুনিয়ার কি দায় পরেছে হাপিত্যেশ করার?...দুনিয়ার স্বভাব হল তারা বাইরের মোড়ক দেখেই ভেতরেরটা আন্দাজ করে আর সেভাবেই বেছে নেয় পছন্দসই মানুষ বা পন্য...সে যাইই হোক...খুব স্বাভাবিক ভাবেই তাই যখন আমাকে কারও ভাল লাগবেনা আমাকে ছুড়ে ফেলে দিতেও তার কিছু হবেনা...কারন ৭০০ কোটির পৃথিবীতে আমি বাদে তার হাতে অপশন কম নাই...আমার যা মূল্য তা শুধু আমার কাছে, বা যারা আমার পরিবারের অংশ বা প্রিয় তাদের কাছেই...আর কেইবা আমাকে বেইল দিবে?...দরকারইবা কি আছে তার?... বদলে যাচ্ছি, খুব আস্তে, কিন্তু যে পরিবর্তনটা আসছে সেটা বিশাল...এর পরিনামটা সুখকর কিছু হবেনা...তাও ভালই বুঝতে পারছি...কিন্তু করার বেলায় করছি কচু...এখনকার আমি আগের আমির চেয়ে কর্কশ, রূঢ, অপছন্দে মানুষের কাছে এখনকার আমি সুখকর কোনও অভিজ্ঞতা নই...আজকাল কাউকে অপছন্দ হলে তাকে এড়িয়ে যাইনা...জাতা দিয়ে চেপে ধরি... আমি আমার নিজেকে আয়নায় দেখে নিজেই ভীত...এই আমিকে আমি চিনিনা... চিনতেও চাইনা...আমার সাহায্য দরকার, শীঘ্রই...আমার ভিতরের বোধগুলোকে জাগিয়ে তুলতে হবে...আর নয়ত পায়ে পায়ে হারিয়ে যেতে হবে, যেখানে আমাকে খুজে বের করার কেউ নাই...সেখানে... ...দুঃখের যত ইমো...[ফাজলামীর বদগুন আমার যাবেনা...কথায় আছেনা কয়লা ধুইলেও...]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।