আমাদের কথা খুঁজে নিন

   

জম্ম, পরিচয় ও সত্য

আমার লেখা পড়ে.................. কি ভাবে জম্ম নিবন্ধন হয় শিশুর আসলে জানে না কেউ বাণিজ্যিক ব্যাকরণের পথ ধরেই জম্মাই নবজাতক প্রেমহীন সঙ্গমে জম্মায় শিশু, প্রেমময় সঙ্গমেও জম্মায়! সময়ের খেলনা,প্রাকৃতিক স্বার্থ বা অবচেতন সামন্তবাদেই মৃত্যুর পরও বেচে থাকার আকাঙ্খায় জম্মায় শিশু- মহিমান্বীত পিতা মাতা চায় দেবতার সম্মান শিশুর কাছে, ঘাসফুলেরা কম্রাগত বিক্রি হয়, বিক্রি হয় চাদের আলো- বংশ পরম্পরায় মানুষ অমর থাকে রক্তের ভিতর, জনক-জননী না জেনেই, না বুঝে সাজেন ব্যাপারী- মহাজন ব্যাকরণ লুকিয়ে রাখে তাদের সত্য পরিচয়, তারা নিজেও। ব্যানিজ্যের হিসাবে ক্ষতি লিখা হলে বেরিয়ে আসে লুকানো নখ। সভ্যতায় সময়ে কেউ কারো পুত্র বা কন্যা নয়,হতেও পারে না অথচ সময়ে সামন্তবাদের পথ ধরে জনক-জননী সবাই, কি পার্থক্য আছে পরিচয়হীন একটি জারজ বা স্বীকৃত শিশুর? কোন কোন ক্ষেপা দাশনিক জীবনের ভুল ব্যাকরণ না মেনে- প্রমাণ করে যান, প্রতিটি জম্মই -বেজম্মা, বাণিজ্যিক উপকরণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।