আমাদের কথা খুঁজে নিন

   

ঘাসের জম্ম -ঘাস ফুলের আত্নকাহিনী ( নিছক কল্পনা প্রবন ) ++ ছবি ব্লগ

অনেক কিছুতেই নাক গলাই যাহা না গলালেও পারি !! জম্ম হতেই পদতলে পিষ্ট হচ্ছি-তবুও বারবার মাথা উঠু করে বাচঁতে চেয়েছি- নত করে দিয়েছে শত শত হরেক রখমের বাহারি কাট-চামড়া-প্লাস্টকের জুতা -এতো অপমান কেউ মাথা উচু করে বেচেঁ থাকতে পারে না অথচ আমরা দিব্যি বেচে আছি - সবুজের শ্যামলতায় ঘিড়ে রেখেছি পৃথিবী- ক্ষুদ্র-ক্ষুদ্রতম প্রজাতি -প্রতিনিয়ত ফুলে ফুলে ভড়ে উঠছে -কোন রমনীর হাতে ঠাইঁ পাই না সেই দুঃখেও আত্নহত্যার ইচ্ছের মৃত্যু দিয়েছি ... সব ফুলে দেবতার পূজা হয় শুনে পূলকিত, আবেগিত, মোহিত, আশ্চর্যিত হয়েছিলম বটে-এই ক্ষুদ্রদয় প্রাণের মূল্যায়ন বুঝি হতে যাচ্ছে ...গোলাপ , গন্ধরাজ , বেলী, শিউলী, বকুল , হাসনাহেনা , টিউলিপ, ধাদাঁ , হরেক রখমের ফুল-রাজির মাঝে এককোনেই আশ্রয় চেয়েছিলুম-প্রশ্রয় করুন এতো বড় অভিব্যক্তি হয় নাই ... কিন্তু দেবতার পায়ে নিচেও স্থান হোল না ...দুঃখে ভারক্রান্ত মনে একাই যে বাচেঁ -- এই ভেবে বাচেঁ যে সেও তো পৃথিবীর অংশ -পৃথিবীর সৌন্দর্যের অনেক অংশ তার অবদান আছে -সব অবদানের প্রতিদান চাইতে নেই -সব ভালোবাসার প্রাপ্তি নেই - অনেকটা একতরফা ভাবে ভালোবেসে যাচ্ছে ঘাস ও ঘাসফুলের দল ... নামকরনেই সুখ --পৃথিবী তো আর অকৃতজ্ঞ থাকে নি -একটা আত্নপরিচয় নিয়েই বেচেঁ আছি --- ঘাস -স্নিদ্ধ শিশির কণা মেখে আছে -ভালোবাসায় ডাকে ..... ঘাস ফুল - ফুল আপনার জন্য ফুটে না -- সাদা ঘাস ফুল - অদ্ভুত সুন্দর --  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।