আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্টো একটি আবেদন। দয়া করে পড়বেন।

ধুর গতকাল (২৪/০৫/২০১২) দুপুরে আদমজী কোর্ট ভবনের পাশেই দাড়িয়ে ছিলাম। একজনের সাথে কথা বলছিলাম। এর মধ্যে লক্ষ্য করলাম যে একজন চা বিক্রেতা বড় এক ডেকচি পানি ঢেলে দিলেন রাস্তার উপরে। রাস্তার মধ্যে ছোট্ট একটা গর্তে তার কিছুটা পানি জড় হয়েছিল, দুটি শালিক কোথা থেকে উড়ে এসে সেই পানি পান করতে বসল। কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক আগেই উড়ে গেল পাখি গুলি।

বলতে পারবনা কেন। হয়ত রাস্তার উত্তাপে পানিও গরম হয়ে গিয়েছিল, অথবা কোন পথচারী ঐ দিকেই আসছিল সেই ভয়ে উড়ে গেছে। একটু থামলাম, চিন্তা করলাম, এই গরম থেকে বাচঁবার জন্য আমরা কত কিছুই না করছি। এমনকি ঐ মুহুর্তে আমার হাতে ৫০০ এমএল এর ঠান্ডা পানির বোতল ছিল। আমরা অনেক বুদ্ধিমান জাতী, তাই আমরা অনেক কিছু থেকেই নিজেদের রক্ষা করতে পারি।

কিন্তু এই পাখিগুলি? এই গরম এবং রোদ্রে তাদের উপায় কি? ঢাকা শহরে কয়টা পানির ফোয়ারা আছে যেখান থেকে এরা পানি খেতে পারে? বিশ্বের অন্যান্য দেশে দেখাযায় পার্কে যেইসব পানির ফোয়ারা থাকে বা লেক থেকে পাখিরা পানি পান করে। কিন্তু আমাদের তো তেমন ব্যবস্থা নাই। কিছু সময় পর মেসে ফিরেই এক কৌটা পানি ব্যালকনির গ্রিলের সাথে বেধে রাখলাম। প্রায় ঘন্টা খানেক পরে লক্ষ্য করলাম কোথা থেকে একটি চড়ুই এসে সেখান থেকে পানি খাচ্ছে, এরপর একে একে বেশ কয়েকটি পাখিকে দেখলাম সেখান থেকে পানি খেতে। এক কৌটা পানি রাখা কি আমাদের জন্য খুব কষ্টের হবে? খুব কি ক্ষতি হবে? আমার মনে হয় খুব একটা সমস্যার না।

আমরা সবাই যদি আমাদের ব্যলকনিতে এমন ভাবে এক কৌটা করে পানি রাখি, ঢাকা শহরের হাজার হাজার পাখি সেই পানি খেতে পারবে। আমরা কি এক কৌটা করে পানি রাখব না? সবাইকে অনুরোধ করব এই লেখাটি ছড়িয়ে দিন, যাতে আপনি কিছু না করলেও অন্য একজন করতে পারে। ধন্যবাদ। সচেতনতা: দয়া করে প্রতিদিন পানি পাল্টে ফেলুন, না হলে ঐ পানিতে ডেঙ্গু মশা ছড়াতে পারে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।