আমাদের কথা খুঁজে নিন

   

নিয়তি নয়, স্থীর ঠিকানা

নিয়তির শুভ্র বদনে খেলা করে চাঁদ বালুচরে বাসা বাঁধে গাঙচিল রাতের কালো নেকাব টেনে ছিরে ফেলে ষোড়শী যুবতি, তবুও ভোরের ফিকে আকাশ অট্টহাসে চমকে দেয় বালুচর, ষোড়শী যুবতি থমকে দেয় চাঁদের খেলা, আর গাঙচিল উড়ে যায় স্থীর চাঁদের আঙ্গিনায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।