আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতিগুলো স্থীর বৃক্ষ

খুব দূর থেকে ভেসে আসে শব্দের কলাহল কোটি কোটি কিলোবাইট বেগে... উচ্ছৃঙ্খল প্রেম এই নেটওয়ার্ক পেছনে ফেলে পূর্ণ করে দেয় অন্তরমহল। পুরোনো চুম্মন উঞ্চতার আবির্ভাবে বার বার ফিরে আসে পুরোনো উঠোনে বৃক্ষলতার মতো ছেয়ে যায় পুরোনো শরীর। আত্মমগ্ন মনের কুঞ্চিত শিয়রে চুমুগুলো নতুনরূপে জায়গা করে নেয় পুরোনো দিনের মত। আজ থেকে কুড়ি বছর পর কুচকানো চামরার ভাঁজে থলথলে মাংসপেশী উপহাস করবে অতীতের ফেলে যাওয়া আজকের বর্তমান শরীর... শূণ্য আঙিনা; দো'চালা ঘর; কৃষ্ণচূড়ার বিস্তৃত ছায়া; তোমার অপেক্ষায় প্রতিদিন। তুমি কবে আসবে তোমার শীতল আঙিনা পার হয়ে এই ঘরে! যেখানে অপেক্ষায় আমিও... ভালোবাসা আজ কুড়ি বছরের ব্যবধানে অপরিপূর্ণ বৃক্ষ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.